কলকাতা: টিকিট না থাকায় মহিলা যাত্রীকে মারধর করার অভিযোগ টিটি-র বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বিধাননগর স্টেশনে। সন্ধ্যায় বিধাননগর স্টেশনে ডিউটিতে ছিলেন এক টিকিট চেকার। সূত্রের খবর, টিকিট চেকিংয়ের সময় দেখা যায় কয়েকজন যাত্রীর কাছে টিকিট নেই। কোথায় টিকিট তা জিজ্ঞেস করতেই দুই পক্ষের মধ্য়ে তুমুল বচসা শুরু হয়ে যায় বলে খবর। যাত্রীদের অভিযোগ, বচসার সময়ই ওই চেকার এক মহিলা যাত্রীর গায়ে হাত তোলেন। মারধর করা হয় আরও দুই পুরুষ যাত্রীকেও।
ঘটনা দেখা মাত্রই প্রতিবাদ করেন অন্যান্য যাত্রীরা। বেশ কয়েকজন যাত্রী আবার ওই চেকারকে মারতে তেড়ে যান বলে খবর। শুরু হয়ে যায় ব্যাপক ঝামেলা। খবর পেয়ে ছুটে আসে আরপিএফ, জিআরপি। দ্রুত ওই জায়গা থেকে ওই চেকারকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায় আরপিএফ। স্টেশনের অনুসন্ধান অফিসে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু, নিত্যযাত্রীরা এতটাই মারমুখী হয়ে ওঠেন যে RPF ও GRP পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়। কার্যত অনুসন্ধান অফিসের দরজা ভেঙে ভিতরে ঢুকে অভিযুক্ত টিটি-র উপরে চড়াও হয় উত্তেজিত নিত্যযাত্রীরা। অভিযোগ ওই অফিস ঘরের ভিতর থাকা আরও এক মহিলা টিটি-কেও বাইরে বের করে নিয়ে এসে হেনস্থা করা হয়।
ইতিমধ্যেই অভিযুক্ত চেকারের শাস্তির দাবি তুলে ক্ষোভে ফেটে পড়েছেন বহু যাত্রী। যাত্রীদের আরও অভিযোগ, তাঁদের সঙ্গে প্রায়শই দুর্ব্যবহার করেন চেকাররা। অযথা জরিমানা করে হেনস্থা করা হয়। তাঁদের দাবি, এটা দ্রুত বন্ধ করতে হবে। শেষ পাওয়া খবরে জানা যাচ্ছে এখনও যাত্রী বিক্ষোভে উত্তাল হয়ে রয়েছে বিধাননগর স্টেশন চত্বর। খবর গিয়েছে বিধাননগর পুলিশের কাছেও। যদিও এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলেই খবর।