AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sajal Ghosh: নবান্ন অভিযানের দিন পুরুষকে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে, দাবি সজল ঘোষের বিরুদ্ধে

BJP leader Sajal Ghosh: পাল্টা ক্ষোভ প্রকাশ করেছেন সজল। সজল ঘোষ বললেন, “সরকার কতটা নিচে নামতে পারে তার প্রমাণ হচ্ছে এই ধরনের অযৌক্তিক ধারা প্রয়োগ। একটা শ্লীলতাহানির অভিযোগ করতে হলেও মহিলা অভিযোগকারীর প্রয়োজন হয়।

Sajal Ghosh: নবান্ন অভিযানের দিন পুরুষকে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে, দাবি সজল ঘোষের বিরুদ্ধে
কী বলছেন সজল ঘোষ? Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Sep 03, 2025 | 8:44 PM
Share

কলকাতা: এবার সজল ঘোষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। তবে কোনও মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ নয়, পুরুষকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। তৈরি হয়েছে তীব্র চাপানউতোর। অভিযোগ শুনে রীতিমতো হতভম্ব বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। গত ৯ অগস্ট নবান্ন অভিযানে বিজেপি নেতা সজল ঘোষ রাস্তায় নেমেছিলেন। ঘটনা সেই সময়ের। 

পুলিশের কাছে যে অভিযোগ করা হয়েছে তাতে বলা হয়েছে  ৯ অগস্ট নবান্ন অভিযানে বিজেপি নেতা সজল ঘোষ যখন রাস্তায় নেমেছিলেন তখন এক ব্যক্তিতে জুতো দেখান। গালিগালাজ করেন। এরপরই সজল ঘোষের বিরুদ্ধে অন্যান্য ধারা ছাড়াও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে। যাকে উদ্দেশ্য করে সজল গালিগালাজ করেছেন বলে অভিযোগ, সেই ব্যক্তিই অভিযোগ দায়ের করেছেন। 

পাল্টা ক্ষোভ প্রকাশ করেছেন সজল। সজল ঘোষ বললেন, “আমার বিরুদ্ধে অভিযোগ কাউকে গালিগালাজ বা জুতো দেখিয়েছি। এখন আমার চরিত্র নিয়ে কথা বলছে! তাও ঠিক আছে। তাই বলে রুচি নিয়ে? এই দলটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে!” এরপরই সুর আরও চড়িয়ে বলেন, এক পুলিশ তার বোধ নেই যে যে  ধারা দিচ্ছি সেটা দিতে গেলে একটা মহিলাকে লাগে।”

সজলের দাবি অবশ্য অস্বীকার করেছে পুলিশ। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সাংসদ দোলা সেন সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ রয়েছে সজল ঘোষের বিরুদ্ধে। অভিযোগপত্রে তেমনটাই জানানো হয়েছে। সেই হিসেবেই ধারাও যুক্ত করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী নির্দিষ্ট ধারা সজল ঘোষের বিরুদ্ধে দেওয়া হয়েছে। পুলিশের দাবি, কোনও পুরুষকে শ্লীলতাহানির অভিযোগের যে কথা বলা হচ্ছে, সেটা সম্পূর্ণ বিভ্রান্তিকর। ভারতীয় ন্যায় সংহিতা আইন অনুযায়ী ৩ (৫) এবং ৭৯ ধারায় মামলা দায়ের হয়েছে।