Anindya Chowdhury Fraud Case: তোলাবাজির অভিযোগে গ্রেফতার ‘নির্ভীক’ সাংবাদিক

Anindya Chowdhury Fraud Case: সরকারি চুক্তিভিত্তিক চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা তোলার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে । নিজস্ব ইউটিউব ও সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের নামে মিথ্যা অভযোগ এনে হেনস্থা করতেন অনিন্দ্য।

Anindya Chowdhury Fraud Case: তোলাবাজির অভিযোগে গ্রেফতার 'নির্ভীক' সাংবাদিক
গ্রেফতার ইউটিউবার
Follow Us:
| Edited By: | Updated on: May 10, 2023 | 4:53 PM

কলকাতা: নির্ভীক সাংবাদিক বলে পরিচিত তিনি। কিন্তু তিনিই বিছিয়েছিলেন প্রতারণার জাল।  এসইউভি গাড়িতে ঘুরতেন, সঙ্গে রাখতেন বাউন্সার।  সাংবাদিকতার আড়ালে তিনি তোলাবাজি করতেন বলে অভিযোগ। তৃণমূল নেতাদের নাম ভাঙিয়ে সরকারি কন্ট্রাকচুয়াল চাকরি দেওয়ার নাম করে ইউটিউবে ভিডিয়ো বানিয়ে কলকাতা থেকে জেলার বিভিন্ন মানুষের থেকে কোটি টাকা তোলার অভিযোগে গ্রেফতার ইউটিউবার অনিন্দ্য চৌধুরী। রাতে তাঁকে বেলঘরিয়া থেকে গ্রেফতার করে বাঁশদ্রোণী থানার পুলিশ । সরকারি চুক্তিভিত্তিক চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা তোলার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে । নিজস্ব ইউটিউব ও সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের নামে মিথ্যা অভযোগ এনে হেনস্থা করতেন অনিন্দ্য। কলকাতা ও তার পার্শ্ববর্তী একাধিক থানায় একাধিক অভিযোগ রয়েছে এই ইউটিউবারের বিরুদ্ধে। রেলে চাকরি দেওয়া, বসিরহাট থানায় বসিরহাট সাব ডিভিশনে একটি আন্তঃরাজ্য প্রতারণার চক্কের সঙ্গে জড়িত থাকারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

পুলিশ সূত্র মারফত খবর, ২০১৬ সাল থেকে তিনি একশোরও বেশি চাকরিপ্রার্থীর সঙ্গে প্রতারণা করেন। সর্বক্ষণ এসইউভি-গাড়ি ব্যবহার করতেন। সঙ্গে সবসময় বাউন্সার রাখতেন। তার খরচও তিনি কোথা থেকে পেতেন, এই বিষয়ে উঠছে প্রশ্ন । ২০১১ সালের পর থেকেই উত্থান এই অনিন্দ্য চৌধুরীর এবং বিভিন্ন রাজনৈতিক নেতার নাম করে তিনি টাকা তুলতেন। আলিপুর আদালতে অনিন্দ্য চৌধুরীকে পেশ করবে বাঁশদ্রোণী থানার পুলিশ। সূত্রের খবর, তাঁকে আরও জেরার প্রয়োজন রয়েছে।