Anti Ragging: চ্যাংদোলা করে বিক্ষোভকারীদের হঠাল পুলিশ, ABVP-র ‘র্যাগিংমুক্ত JU’-র মিছিল ঘিরে ধুন্ধুমার
Anti Ragging: পরিস্থিতি কিছুটা থিতু হলেই কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় দফায় মিছিল বিশ্ববিদ্যালয়ের দিকে আসার চেষ্টা করে। আবারও উত্তেজনা ছড়ায়। যাদবপুর থানার মোড়ে আবারও পুলিশি বাধার মুখে পড়ে মিছিল।
কলকাতা: র্যাগিংমুক্ত হোক যাদবপুর বিশ্ববিদ্যালয়, এই দাবিতে এবিভিপি-র মিছিল ঘিরে ধুন্ধুমার রাজপথ। দফায় দফায় পুলিশি বাধা, পুলিশ কর্মীদের সঙ্গে এবিভিপি কর্মীদের ধস্তাধস্তি, তা নিয়ে চরম উত্তেজনা। রীতিমতো চ্যাঙদোলা করে এবিভিপি- কর্মীদের মিছিল থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। গোলপার্ক থেকে যাদবপুর 8 বি পর্যন্ত র্যাগিংয়ের প্রতিবাদে মিছিল কর্মসূচি ছিল এবিভিপি-র। পুলিশ তাঁদের পথ আটকালেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পুলিশও লাঠি উঁচিয়ে তেড়ে যায়।
যাদবপুর থানা সংলগ্ন মোড়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। প্রথম থেকে শান্তিপূর্ণ ভাবে মিছিল শুরু হয় গোলপার্ক থেকে। মিছিলের শুরুতে পথ আটকায় পুলিশ। তখনই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। তখন বাকি বিক্ষোভকারীরা দৌড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে এগোতে থাকেন। মিছিল যখন যাদবপুর থানার সামনে পৌঁছয়, তখন সেখানে আগে থেকেই মোতায়েন ছিল পুলিশ।
পরিস্থিতি কিছুটা থিতু হলেই কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় দফায় মিছিল বিশ্ববিদ্যালয়ের দিকে আসার চেষ্টা করে। আবারও উত্তেজনা ছড়ায়। যাদবপুর থানার মোড়ে আবারও পুলিশি বাধার মুখে পড়ে মিছিল। ঘণ্টা খানেক পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে, যাদবপুরকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের চার আবাসিক ছাত্রকে জিজ্ঞাসাবাদ করেছে কলকাতা পুলিশের অপরাধ দমন শাখার যুগ্ম কমিশনার শঙ্খশুভ্র চক্রবর্তীর। যাদবপুর থানায় গতকাল টানা জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করেন কলকাতা পুলিশের ডিসি এসএসডি বিদিশা কলিতাও। জিজ্ঞাসাবাদ শেষে যুগ্ম কমিশনার জানান, চার পড়ুয়াকে আটক করা হয়নি। তবে তাঁরা ঘটনার দিন উপস্থিত ছিলেন। সূত্রের খবর, মেন হস্টেলের যে তলায় ওই ঘটনা ঘটে, তার ওপরের তলায় থাকেন ওই চার পড়ুয়া।