Anubrata Mondal: ‘ইচ্ছা ছিল, যেতে পারলাম না’, সিবিআইকে এসএসকেএম-এ ‘আমন্ত্রণ’ অনুব্রতর

Anubrata Mondal: প্রাথমিক মেডিক্যাল বুলেটিনে জানা যাচ্ছে, অনুব্রতর শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। তাঁর মধ্যে  উদ্বেগ তৈরি হয়েছে। অক্সিজেনের মাত্রা মোটের ওপর স্বাভাবিক, তবে রক্তচাপ একটু বেশি।

Anubrata Mondal: 'ইচ্ছা ছিল, যেতে পারলাম না', সিবিআইকে এসএসকেএম-এ 'আমন্ত্রণ' অনুব্রতর
অনুব্রতর পিছু ছাড়ছেন না সিবিআই গোয়েন্দারা
Follow Us:
| Edited By: | Updated on: Apr 06, 2022 | 3:46 PM

কলকাতা: আজ সিবিআই দফতরে হাজিরা দিতে পারবেন না অনুব্রত মণ্ডল। নিজাম প্যালেসে গিয়ে চিঠি দিয়ে জানান অনুব্রতর দুই আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা ও সঞ্জীব কুমার দাঁ। তাঁদের বক্তব্য, হাজিরা দিতেই কলকাতায় এসেছিলেন অনুব্রত মণ্ডল। ভোর রাত থেকেই শ্বাসকষ্ট শুরু হয়। একাধিক শারীরিক সমস্যা দেখা দিতে থাকে। এসএসকেএম হাসপাতালে যেতে বাধ্য হয়েছেন অনুব্রত মণ্ডল। এই মর্মে মেডিক্যাল রিপোর্ট নিয়ে সিবিআই দফতরে চিঠি দিয়েছেন অনুব্রতর আইনজীবীরা। অর্থাৎ এই নিয়ে পঞ্চম বারেও নোটিস এড়িয়ে গেলেন অনুব্রত। সরকারিভাবে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। হাসপাতালে পৌঁছানোর পর বেশ অনেকক্ষণ ধরেই চিকিৎসকরা অনুব্রত মণ্ডলকে দেখেন। শারীরিক অবস্থা নিয়ে পর্যালোচনা করেন। পরে সিদ্ধান্ত নেওয়া হয়, তাঁকে ভর্তি রাখা হবে হাসপাতালে। প্রাথমিক মেডিক্যাল বুলেটিনে জানা যাচ্ছে, অনুব্রতর শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। তাঁর মধ্যে  উদ্বেগ তৈরি হয়েছে। অক্সিজেনের মাত্রা মোটের ওপর স্বাভাবিক, তবে রক্তচাপ একটু বেশি। পেটেও অল্প সমস্যা রয়েছে। তাঁর আল্ট্রাসনোগ্রাফি করা হচ্ছে।

এরপরই হাসপাতালে ঢুকতে দেখা যায় অনুব্রতর দুই আইনজীবীকে। তাঁরা তাঁদের মক্কেলের সঙ্গে কথা বলেন। এরপর হাসপাতাল থেকে বেরিয়ে তাঁরা রওনা দেন নিজাম প্যালেসের উদ্দেশে। সিবিআইকে একটি চিঠি লিখেছেন কেষ্ট। চিঠিতে অনুব্রত বলেছেন, “সদিচ্ছা থাকা সত্ত্বেও অসুস্থতার কারণে হাজিরা দিতে পারছি না। তদন্তে সবরকম সহযোগিতা করতে প্রস্তুত। সিবিআই চাইলে হাসপাতালে আসতে পারে। আমি সব রকম সহযোগিতা করব।”

অনুব্রত মণ্ডলের চিঠি সিবিআইকে দিয়ে বেরিয়ে আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা বলেন, “অনুব্রতর শারীরিক অবস্থা এই মুহূর্তে একদমই ভালো নয়। তদন্তের নামে তাঁকে হেনস্থা করা হচ্ছে। তাতেই অসুস্থ। এটা রাজনৈতিক চক্রান্ত। এটা রাজনৈতিক পরিভাষা নিয়েছে। শারীরিক অসুস্থতার কারণে সিবিআই দফতরে যেতে পারেননি অনুব্রত। আসার প্রচুর চেষ্টা করেছিলেন। বোলপুর থেকে এসেছিলেন কেবল নোটিসেই সাড়া দেওয়ার জন্য। দুর্ভাগ্যবশত তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তিনি এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকে ভর্তি।”

আইনজীবী আরও জানিয়েছেন, অনুব্রত হয়ে একটি চিঠি তাঁরা সিবিআই-কে দিয়েছেন। তাতে লেখা হয়েছে, তিনি সিবিআই তদন্তে সহযোগিতা করতে ইচ্ছুক। সিবিআই যদি এসএসকেএম হাসপাতালে গিয়ে দেখা করে, তাহলেও তিনি প্রস্তুত। সিবিআই অবশ্য এই বিষয়ে এখনই আইনজীবীদের কিছু জানায়নি।

আরও পড়ুন: Anubrata Mondal In SSKM: শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক, তবুও আইসিইউতে ভর্তি করিয়ে অক্সিজেন দেওয়ার ‘বায়না’ অনুব্রতর!