Cow Trafficking Case: নিজাম প্যালেসে প্রথম রাত কাটানোর পরই চোখা প্রশ্নের মুখে অনুব্রত

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 12, 2022 | 5:42 PM

একের পর এক হাজিরা এড়িয়েও শেষ পর্যন্ত গ্রেফতারি এড়াতে পারেননি 'বীরভূমের বাহুবলী'। সূত্রের খবর, নিজাম প্যালেসে সকাল থেকেই গোয়েন্দাদের চোখা প্রশ্নের মুখে পড়তে হবে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতাকে।

কলকাতা: বৃহস্পতিবার আদালতের নির্দেশের পরই সিবিআই গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলকে নিয়ে এসেছে কলকাতায়। রাস্তায় এদিন প্রবল যানজটের মধ্যে পড়েছিল অনুব্রতর গাড়ি। কলকাতায় নিজাম প্যালেসে ৮টি গাড়ি এসে পৌঁছয় রাত পৌনে ৩ টে নাগাদ। অনুব্রতর চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। এদিন সকাল থেকেই মুখে কার্যত কুলুপ এঁটেছিলেন বীরভূমের দৌর্দণ্ডপ্রতাপ নেতা। যাঁর মুখে প্রবল চাপের সময়ও শোনা গিয়েছে চড়াম-চড়াম, খেলা হবে-এর মতো সংলাপ, সেই তাঁকেই দীর্ঘ ৭ ঘণ্টার যাত্রাপথে রীতিমতো বিধ্বস্ত হয়ে পড়তে দেখা যায়। তিনি রাতে আর খাবার খাননি। সকাল ১১টার পরেই সিবিআইয়ের জেরার সম্মুখীন হবেন কেষ্ট, খবর সূত্রের।

বিশেষ আদালত থেকে অনুব্রতর চিকিৎসার ব্যাপারেও নির্দেশ দেওয়া হয়েছে। শরীর খারাপ হলে চিকিৎসা করাতে হবে কম্যান্ড হাসপাতালে। ৪৮ ঘণ্টা অন্তর স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত ১০ দিনের সিবিআই হেফাজতেই থাকবেন অনুব্রত। অন্যদিকে নিজাম প্যালেস কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই সিআরপিএফ-এর পাশাপাশি রয়েছেন রাজ্য পুলিশের উচ্চ পদস্থ কর্তারা। একের পর এক হাজিরা এড়িয়েও শেষ পর্যন্ত গ্রেফতারি এড়াতে পারেননি ‘বীরভূমের বাহুবলী’। সূত্রের খবর, নিজাম প্যালেসে সকাল থেকেই গোয়েন্দাদের চোখা প্রশ্নের মুখে পড়তে হবে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতাকে। গরুপাচার মামলায় এনামূল হক, সায়গল হোসেনদের জেরা করে একাধিক তথ্য সামনে এসেছে। যে তথ্যের ভিত্তিতেই জেরা হবে অনুব্রতর।

Published on: Aug 12, 2022 03:52 PM