Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arjun Singh: আবারও হাইকোর্টে কিছুটা হলেও স্বস্তি পেলেন অর্জুন সিং

Arjun Singh: গত ২৬ মার্চ রাতে অর্জুনের বাড়ির সামনে গুলি-বোমাবাজির ঘটনা ঘটে। উত্তপ্ত হয়ে ওঠে জগদ্দলে মেঘনা মোড়ে মজদুর ভবনের সামনের এলাকা।  ওই ঘটনায় সাদ্দাম হোসেন নামে এক জন জখম হন।

Arjun Singh: আবারও হাইকোর্টে কিছুটা হলেও স্বস্তি পেলেন অর্জুন সিং
বিজেপি প্রাক্তন সাংসদ অর্জুন সিং (ফাইল ছবি)Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Apr 04, 2025 | 5:04 PM

কলকাতা: শুক্রবার কলকাতা হাইকোর্টে অর্জুন সিংয়ের মামলার শুনানি হল না। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। কিন্তু এদিন রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে উপস্থিত ছিলেন না। সেই কারণেই শুনানি পিছিয়ে গেল। বুধবার শুনানি হবে। তার আগে অর্জুনের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলে মৌখিক নির্দেশ দিয়েছেন বিচারপতি।

প্রসঙ্গত, গত ২৬ মার্চ রাতে অর্জুনের বাড়ির সামনে গুলি-বোমাবাজির ঘটনা ঘটে। উত্তপ্ত হয়ে ওঠে জগদ্দলে মেঘনা মোড়ে মজদুর ভবনের সামনের এলাকা।  ওই ঘটনায় সাদ্দাম হোসেন নামে এক জন জখম হন। তৃণমূলের অভিযোগ ছিল, জখম হওয়া যুবক তাদের দলের কর্মী। অর্জুনই তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন।

ওই ঘটনার তদন্তে নেমে পরের দিন সকালে অর্জুনকে তলব করে জগদ্দল থানার পুলিশ।  পাল্টা অর্জুনের দাবি, তৃণমূল মিথ্যা অভিযোগ করছে। পুলিশ অর্জুনের বিরুদ্ধে নোটিস জারি করে। বিজেপি নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আর্জি নিয়ে ব্যারাকপুর মহকুমা আদালতে যায়। মঙ্গলবার গ্রেফতারি পরোয়ানা জারি করার নির্দেশ দেয় নিম্ন আদালত। তারপরই অর্জুন স্পষ্ট করে দেন, তিনি নিম্ন আদালতের রায়ের ওপর ভরসা রাখতে পারছেন না। হাইকোর্টে যাবেন বলে জানিয়ে দেন। বুধবারের পর শুক্রবারও বিচারপতি জয় সেনগুপ্ত স্পষ্ট দেন, আপাতত অর্জুনের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না।