Arpita Mukherjee: প্রযোজক হতে চেয়েছিলেন অর্পিতা, সিনেমা বানিয়ে কালো টাকা সাদা করার চেষ্টা? তদন্তে ইডি

Arpita Mukherjee: যদিও ইডি অফিসারদের বক্তব্য, ইচ্ছে এন্টারটেইনমেন্ট সংস্থার হিসেবেনিকেশে একাধিক গরমিল খুঁজে পেয়েছেন তাঁরা।

Arpita Mukherjee:  প্রযোজক হতে চেয়েছিলেন অর্পিতা, সিনেমা বানিয়ে কালো টাকা সাদা করার চেষ্টা? তদন্তে ইডি
অর্পিতা মুখোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Jul 31, 2022 | 1:17 PM

কলকাতা: সিনেমা বানাতে চেয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। ‘ইচ্ছে এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে সিনেমা বানাতে চেয়েছিলেন তিনি। ইডি সূত্রে তেমনটাই খবর মিলেছে। ইডি অফিসারদের জানিয়েছেন, ইচ্ছে এন্টারটেইনমেন্ট কোম্পানি খুলেছিলেন অর্পিতা। প্রযোজক হওয়ার স্বপ্ন পূরণেই এই কোম্পানি খুলেছিলেন তিনি। ইচ্ছে এন্টারটেইনমেন্টকে আসলে প্রযোজনা সংস্থা হিসেবেই এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন তিনি। ইডি-র জেরায় এরকমই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি।

অর্পিতা জেরায় জানিয়েছেন, অভিনয় করার স্বপ্ন পূরণ হওয়ার পর প্রযোজক হওয়া তাঁর স্বপ্ন ছিল। সংস্থার নামও সেভাবেই রেখেছিলেন। ‘ইচ্ছে’র মাধ্যমে নিজের স্বপ্ন পূরণ করবেন বলেই নাম দিয়েছিলেন ‘ইচ্ছে এন্টারটেইনমেন্ট’। তবে অর্থের যোগান না থাকায় প্রযোজনা করার স্বপ্ন পূরণ এখনও অধরা ছিল তাঁর।

এই সূত্রেই তিনি ফের দাবি করেছেন, এই বিপুল টাকা কোথা থেকে এসেছে তা জানা নেই। যদি টাকা থাকত তাহলে সিনেমা বানিয়ে স্বপ্নপূরণ করতেন বলে আক্ষেপ করেছেন। অর্পিতা দাবি করেছেন, তিনি শুরু করতে চেয়েছিলেন বাংলা সিনেমার প্রযোজনা করে। পরে উড়িয়া সিনেমা বানানোর ইচ্ছেও ছিল তাঁর। বাংলা ছবি বানানোর জন্য ভালো স্ক্রিপ্ট খুঁজছিলেন। সিনেমা তৈরিতে টাকা ঢালবে এমন বিনিয়োগকারীর সন্ধানে ছিলেন বলেও দাবি তার।

যদিও ইডি অফিসারদের বক্তব্য, ইচ্ছে এন্টারটেইনমেন্ট সংস্থার হিসেবেনিকেশে একাধিক গরমিল খুঁজে পেয়েছেন তাঁরা। সিনেমা বানিয়ে কালো টাকা সাদা করার চেষ্টা চলছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

ইডি সূত্র থেকে যা খবর পাওয়া যাচ্ছিল তাতে শুরুতে জেরায় মুখ খুলেছিলেন অর্পিতা। একাধিক সম্পতি ও কোটি কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছিল সেই সূত্র ধরেই। তারপর থেকে আবার চুপ তিনি। ইডি সূত্রে তেমনটাই জানা যাচ্ছে। তবে অর্পিতাকে বারবার কাঁদতে দেখা গিয়েছে। সাংবাদিকরাও কোনও প্রশ্ন করলে কার্যত কেঁদেই যাচ্ছেন অর্পিতা।