Winter in Bengal: বাংলায় হেমন্তের ছোঁয়া, হিমেল পরশ জেলায় জেলায়, অক্টোবরের শেষেই জাঁকিয়ে ঠান্ডা বাংলায়?

Souvik Sarkar | Edited By: জয়দীপ দাস

Oct 29, 2023 | 9:31 AM

Winter in Bengal: আগামী কয়েকদিন শহর কলকাতা-সহ সমস্ত জেলাতেই রাতের তাপমাত্রা নিম্নমুখী থাকবে বলে জানাচ্ছে মৌসম ভবন। মোটের উপর অক্টোবরের শেষ সপ্তাহে হেমন্তের মনোরম পরিবেশ থাকবে গোটা বাংলা। মিলবে হিমেল পরশ।

Winter in Bengal: বাংলায় হেমন্তের ছোঁয়া, হিমেল পরশ জেলায় জেলায়, অক্টোবরের শেষেই জাঁকিয়ে ঠান্ডা বাংলায়?
প্রতীকী ছবি
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

কলকাতা: বাংলা জুড়ে হেমন্তের ছোঁয়া। কমছে রাতের তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে প্রায় ২ ডিগ্রি নামল পারদ। জেলায় ১৮-১৯ ডিগ্রিতে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। তবে শীত আসতে ঢের দেরি। পুজোর সময় থেকেই কার্যত শুকনো বাংলার আবহাওয়া। দশমী-একাদশীতে কয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও ভারী বৃষ্টি হয়নি কোথাও। পুজো মিটতেই রোদঝলমলে আকাশ দেখা গিয়েছে গোটা বাংলাতেই। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, কখনও কখনও আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির কোন সম্ভাবনা নেই কোনও জেলাতেই। 

আগামী কয়েকদিন শহর কলকাতা-সহ সমস্ত জেলাতেই রাতের তাপমাত্রা নিম্নমুখী থাকবে বলে জানাচ্ছে মৌসম ভবন। মোটের উপর অক্টোবরের শেষ সপ্তাহে হেমন্তের মনোরম পরিবেশ থাকবে গোটা বাংলা। মিলবে হিমেল পরশ। পশ্চিমের জেলাগুলিতে তাপামাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। শেষ হয়েছে দখিনা বাতাসের ইনিংস। ধীরে ধীরে গোটা বাংলাতেই প্রভাব বিস্তার করতে শুরু করবে উত্তর-পশ্চিম ও উত্তরের হাওয়া। 

কেটে পশ্চিমা ঝঞ্ঝার প্রভাব। ইতিমধ্যেই জেলায় জেলায় ঢুকতে শুরু করেছে উত্তরে হাওয়া। তবে নভেম্বরের শুরুতেই বেশ খানিকটা হাওয়া বদল হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে নভেম্বরের প্রথম তিন চার দিনে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। 

Next Article