Attack on Sishir Adhikari Convoy: শিশির অধিকারীর কনভয়ে হামলা, প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা
Attack on Sishir Adhikari Convoy: শিশিরবাবুর ছেলে দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন, ঘটনার সময় আচমকা ব্রেক কষার ফলে গাড়িতে থাকা একজনের মাথায় আঘাত লাগে। তবে শিশিরবাবুর কোনও আঘাত বা চোটের ঘটনা ঘটেনি বলে জানা যাচ্ছে।
কলকাতা: খেজুরি থেকে ফেরার পথে শিশির অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ (Attack on Sishir Adhikari Convoy)। বাইরে থেকে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। পুলিশ থাকা সত্ত্বেও হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। সূত্রের খবর, এদিন খেজুরি থেকে হেড়িয়ায় ফিরছিলেন সাংসদ শিশির অধিকারী। তাঁর কনভয় যখন তেঁতুলতলায় আসে বেশ কিছু লোক শিশিরবাবুর গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে থাকে বলে অভিযোগ। ঘটনা দেখা মাত্রই গাড়ি থামিয়ে ফেলেন চালক। ঘটনার ব্যাপকতা বাড়তেই নিরাপত্তারক্ষী ও তাঁর ড্রাইভার তাঁকে নিরাপদে বের করে নিয়ে চলে যান বলে খবর।
সঙ্গে কিন্তু পুলিশের পাইলট কার ছিল। তা সত্ত্বেও এ ঘটনা ঘটায় স্বভাবতই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহল থেকে। শিশিরবাবুর ছেলে দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন, ঘটনার সময় আচমকা ব্রেক কষার ফলে গাড়িতে থাকা একজনের মাথায় আঘাত লাগে। তবে শিশিরবাবুর কোনও আঘাত বা চোটের ঘটনা ঘটেনি বলে জানা যাচ্ছে। যদিও ঘটনাকে কেন্দ্রে করে জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিস্তর চাপানউতর। চাপা উত্তেজনা রয়েছে এলাকাতেও। যদিও ঘটনায় কারা জড়িত সে বিষয়ে এখনও পর্যন্ত বিশদে জানা যায়নি। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে বলে খবর।
তবে সাংসদের উপর হামলায় বিষয়টিকে হালকা ভাবে নিতে নারাজ পরিবার। ইতিমধ্যে লোকসভার স্পিকারকে ঘটনার কথা জানানো হয়েছে বলে খবর। ফোন এসেছিল দিল্লি থেকেও। এমনটাই খবর সূত্রের। অন্যদিকে এই বিষয়ে কাঁথি মহকুমার পুলিশ আধিকারিক সোমনাথ সাহা বলেন, “অভিযোগ পেলেই মামলা রুজু করব। প্রাথমিকভাবে সাংসদের থেকে তথ্যে সংগ্রহ করেছি আমরা।”