কলকাতা: গন্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত ট্রাফিক পুলিশ। মালঞ্চের সামনে গন্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত ট্রাফিক পুলিশের এক ইন্সপেক্টর অমিত সাউ। শনিবার রাতে নাইট রাউন্ডের সময় হটাৎ করে মালঞ্চের সামনে গন্ডগোল দেখে গাড়ি থেকে নেমে যান সাউথ ট্রাফিক গার্ডের অতিরিক্ত অফিসার ইন চার্জ।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী, এলাকার লোকজনের মধ্যে ঝামেলা হচ্ছিল, তাহলে হঠাৎ কেন পুলিশ এসে উপস্থিত? কেন পুলিশ এসেছে, সেই অভিযোগ নিয়ে বেধড়ক মারধর করেন স্থানীয় বাসিন্দারা।
আর গন্ডগোল থামাতে গিয়েই বিপদে পড়েন ট্রাফিক পুলিশ অমিত সাউ। ঝামেলার মাঝে পড়ে মারধর খেয়ে যান অমিত সাউ। খবর শুনে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। গন্ডগোলের মধ্যে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিজে এসএসকেএম হাসপাতালের ট্রমায় গিয়ে চিকিৎসা করেন। পরে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ জানানো হয়। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।