কলকাতা: মর্গের দুই ডোমের গ্রেফতারির মধ্যেই আরজি করে ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক। বৃহস্পতিবার মর্গে মত্ত অবস্থায় সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনার জেরে গ্রেফতার হয়েছেন দুই ডোম সন্তোষ মল্লিক, শম্ভু মল্লিক। এরই মধ্যে ভাইরাল ভিডিয়োতে মৃতের ময়নাতদন্তে হেড ডোম সন্তোষ মল্লিকের উপস্থিতিতে তৈরি হয়েছে বিতর্ক।
একটি ভিডিয়োয় ডোম সন্তোষ মল্লিকের দেওয়া তথ্য ময়নাতদন্তে নথিভুক্ত করছেন বিভাগীয় প্রধান প্রবীর চক্রবর্তী। মৃতের দেহের ওজন, মাথায় আঘাতের বিবরণ দিচ্ছেন ডোম। বিবরণ রিপোর্টে নথিভুক্ত করছেন বিভাগীয় প্রধান। আরেকটি ভিডিয়োয় মর্গের মেঝেয় শোয়ানো দেহ ফরেন্সিক মেডিসিনের চিকিৎসকের মতো নিরীক্ষণ করছেন ডোম। তাহলে ডোমের ভরসায় তৈরি হচ্ছে ময়নাতদন্তের রিপোর্ট? ভিডিয়ো ভাইরাল হতেই প্রশ্ন ঘুরছে স্বাস্থ্য মহলের আনাচে-কানাচে।
ডোম কী ভাবে ময়নাতদন্তে আসা মৃতদেহের শরীরের বাইরের-ভিতরের আঘাত পরীক্ষা করছেন? আরজি করে এ ভাবে তৈরি হয় ময়নাতদন্তের রিপোর্ট? দুই ভাইরাল ভিডিয়ো ঘিরে অস্বস্তিকর প্রশ্নের মুখে আরজি কর কর্তৃপক্ষ। এদিকে তিলোত্তমা কাণ্ডে ময়নাতদন্তের পদ্ধতি ঘিরে প্রশ্ন রয়েছে। বিষয়টি সিবিআই তদন্তেরও আওতাধীন রয়েছে। এরই মধ্যে গত বছরের দুই ভিডিয়োয় প্রশ্নবাণে বিদ্ধ আরজি করের ফরেন্সিক মেডিসিন বিভাগ। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছে আরজি কর কর্তৃপক্ষ। এখন দেখার সেখান থেকে কী বের হয়।