Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Baguiati Murder: সিমেন্টে মিশে বাঁ হাতের আঙুলের অংশ! চিকিৎসকের বাথরুমে মহিলার কঙ্কাল আদতে কার?

Baguiati Murder: মঙ্গলবার সকালে বাগুইআটির জগৎপুরে চিকিৎসক গোপালের মুখোপাধ্যায়ের বাড়ির বাথরুমে জলের ড্রামের মধ্যে থেকে একটি কঙ্কাল উদ্ধার হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে জানা যায়, কঙ্কালটি মহিলার।

Baguiati Murder: সিমেন্টে মিশে বাঁ হাতের আঙুলের অংশ! চিকিৎসকের বাথরুমে মহিলার কঙ্কাল আদতে কার?
এই চিকিৎসকের বাড়ির বাথরুম থেকেই কঙ্কাল উদ্ধার হয়Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 15, 2023 | 1:27 PM

কলকাতা: বাগুইআটির জগৎপুরে চিকিৎসকের বাড়ির বাথরুমে হোয়াইট সিমেন্টে আঁটা ড্রাম থেকে নরকঙ্কাল উদ্ধারের ঘটনায় খুনের ধারায় মামলা রুজু।  বাড়ির মালিক হোমিওপ্যাথি চিকিৎসক গোপাল মুখোপাধ্যায় বুধবার সকালে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছেন। ভারতীয় দণ্ডবিধির ৩০২ খুন, ২০১ তথ্য প্রমাণ লোপাট ধারায় মামলার রুজু হয়েছে।

তদন্তকারীরা জানাচ্ছেন, বাঁ হাতের আঙ্গুলের মধ্যমা ও অনামিকার একাংশ মেলেনি দেহে। আরজিকর সূত্র মারফত খবর, কাটা হয়ে থাকতে পারে আঙুল। এমনও হতে পারে দীর্ঘদিন ওইভাবে পড়ে থাকায় হোয়াইট সিমেন্টেই আটকে গিয়েছে আঙুলের হাড়।

বাড়ির মালিক জানিয়েছেন, এক বছরের বেশি সময় ধরেই ঘরটি বন্ধ অবস্থায় ছিল।  প্রাথমিকভাবে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, মেরে দেহটিকে ড্রামের মধ্যে সিমেন্ট দিয়ে আটকে রাখা হয়েছিল, যাতে দুর্গন্ধ না বেরোয়। ভাড়া নেওয়া ব্যক্তির মোবাইল নম্বর ধরে তদন্তকারী আধিকারিকরা খোঁজ করছেন ওই ব্যক্তির। কিন্তু মোবাইল ফোন বন্ধ থাকায় খানিকটা বেগ পেতে হচ্ছে। বিধান নগর গোয়েন্দা শাখা এবং বাগুইহাটি থানার পুলিশ একযোগে তদন্তে নেমেছে।

Baguiati Skeleton Found

ঘটনাস্থলে পুলিশ

মঙ্গলবার সকালে বাগুইআটির জগৎপুরে চিকিৎসক গোপালের মুখোপাধ্যায়ের বাড়ির বাথরুমে জলের ড্রামের মধ্যে থেকে একটি কঙ্কাল উদ্ধার হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে জানা যায়, কঙ্কালটি মহিলার। জানা গিয়েছে, চিকিৎসক চার তলা বাড়িটি ভাড়ায় দিয়েছিলেন। একাধিক ভাড়াটে রয়েছেন সেখানে। তবে ওই ঘরটি এক বছর ধরে বন্ধ অবস্থাতেই পড়েছিল। মঙ্গলবার সকালে চিকিৎসক সেখানে গিয়ে ঘরটি পরিষ্কার করাতে যান। তখনই হোয়াইট সিমেন্টে আঁটা ড্রামটি দেখতে পান। তারপর থানায় খবর দেন। আপাতত পুলিশের সন্দেহের তালিকায়, ওই ঘরে শেষ যে ভাড়াটে ছিলেন, তাঁর ওপরেই। তাঁরই খোঁজ পেতে চাইছে পুলিশ।