বদলি বৈশাখী, কলেজের অচলাবস্থা কাটাতে বৈঠক ডাকলেন রাজ্যপাল

ঋদ্ধীশ দত্ত | Edited By: নির্ণয় ভট্টাচার্য্য

Dec 05, 2020 | 8:56 PM

মিল্লি আল আমিন কলেজের টিচার ইনচার্জ পদ থেকে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে (Baishakhi Banerjee) বদলির নির্দেশিকা জারি করেছে উচ্চশিক্ষা দফতর। বৈশাখীকে রাম মোহন কলেজে বদলি করা হয়েছে।

বদলি বৈশাখী, কলেজের অচলাবস্থা কাটাতে বৈঠক ডাকলেন রাজ্যপাল

Follow Us

কলকাতা: রাজভবনে শুক্রবার দেড় ঘণ্টার বৈঠক করেছিলেন শোভন-বৈশাখী। এরপর মিল্লি আল আমিন কলেজের টিচার ইনচার্জ পদ থেকে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে (Baishakhi Banerjee) বদলির নির্দেশিকা জারি করেছে উচ্চশিক্ষা দফতর। বৈশাখীকে রাম মোহন কলেজে বদলি করা হয়েছে। পাশাপাশি, বৈশাখীর অভিযোগ পেয়ে মিল্লি আল আমিন কলেজের অচলাবস্থার ঘটনায় সরাসরি হস্তক্ষেপ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। আগামী সোমবার কলেজের শিক্ষক-অশিক্ষক কর্মীদের রাজভবনে ডেকে পাঠিয়েছেন তিনি।

বিগত ৭২ ঘণ্টায় মিল্লি আল আমিন কলেজেকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়েছে হু-হু করে। কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিমের একটি মন্তব্যে এই সব কিছুর সূত্রপাত। বৈশাখীর অভিযোগ, ফিরহাদ হাকিম বলেছিলেন, ‘মিল্লি আল আমিন কলেজের টিচার ইন-চার্জকে উপড়ে ফেলা উচিত।‘ এই মন্তব্যের পরই গোটা ঘটনায় সরাসরি রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করে  রাজভবনে পৌঁছে যান শোভন-বৈশাখী। বৈঠক থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে জানান, রাজ্যপালের কাছে তিনি গোটা ঘটনার তদন্তের দাবি করেছেন।

সেই বৈঠকের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই উচ্চশিক্ষা দফতরের বদলির নির্দেশ যথেষ্ট অর্থবহ। অন্যদিকে, গতকাল শোভন-বৈশাখী সঙ্গে বৈঠকের পর এদিন মিল্লি আল আমিন কলেজের অধ্যাপিকা ও শিক্ষাকর্মী-সহ পাঁচজনের একটি প্রতিনিধি দলকে ডেকে পাঠিয়েছেন আচার্য জগদীপ ধনখড়। আগামী সোমবার বেলা সাড়ে তিনটেয় তিনি ওই প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন।

আরও পড়ুন: সত্যজিৎ বিশ্বাস খুনে মুকুল রায়ের নামে চার্জশিট সিআইডি-র

প্রসঙ্গত, শুক্রবার শোভন-বৈশাখীর সঙ্গে বৈঠকের পর পড়ুয়াদের একটি প্রতিনিধি দলের সঙ্গেও দেখা করেন রাজ্যপাল। রাজ্য সরকার একটি কলেজের অভ্যন্তরীণ সমস্যা কেন মেটাতে পারছে না এবং এর জন্য পড়ুয়াদের ভবিষ্যৎ কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তা নিয়ে ইতিমধ্যেই বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। কলেজে লাগাতার অচলাবস্থা নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সঙ্গে একাধিকবার বৈঠক করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তার পরেও কেন পরিস্থিতির বদল হল না, তা নিয়েও প্রশ্ন উঠছে। এহেন পরিস্থিতিতে একপ্রকার নজিরবিহীনভাবে কলেজের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করতে হল রাজ্যপালকে।

কেন এই বদলি? গোটা ঘটনা নিয়ে সংবাদমাধ্যমে মুখ খোলার কারণে বদলির নির্দেশিকা জারি হয়েছে, এমনটা মানতে নারাজ বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী সোমবার রাজ্যপালের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের বৈঠকে বৈশাখী নিজেও উপস্থিত থাকবেন। সোমবারের বৈঠকের পর মিল্লি আল আমিন কলেজ নিয়ে আদৌ কোনও সমাধান সূত্র বেরোয় কিনা সেটাই এখন দেখার।

আরও পড়ুন: মোদী-মমতাকে বিস্ফোরক চিঠি সুদীপ্ত সেনের, কোটি কোটি টাকা নিয়েছেন শুভেন্দু-সুজন-অধীর-বিমানরা

 

Next Article