Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh-Pakistan: ‘কেউ চোখ তুললে উপড়ে নেব…’, ভারতকে হুঁশিয়ারি, বাংলাদেশকে পরমাণু বোমা দিয়ে সাহায্যের বার্তা এল পাকিস্তান থেকে

Bangladesh-Pakistan: বাংলাদেশকে এই মুহূর্তে পরমাণু বোমা দিয়ে সাহায্য করার বার্তা পাকিস্তানের। আর তাতেই এই কথা বলছেন কূটনীতিকরা। প্রকাশ্যেই পাক কট্টরপন্থী ধর্মগুরু বাংলাদেশকে পরমাণু বোমা দিয়ে সাহায্য করার বার্তা দিয়েছেন।

Bangladesh-Pakistan: 'কেউ চোখ তুললে উপড়ে নেব...', ভারতকে হুঁশিয়ারি, বাংলাদেশকে পরমাণু বোমা দিয়ে সাহায্যের বার্তা এল পাকিস্তান থেকে
পাক নেতার হুঁশিয়ারি
Follow Us:
| Edited By: | Updated on: Dec 11, 2024 | 11:14 AM

পাকিস্তান: ইতিহাস ভুলে গেল! এই মুহূ্র্তে বাংলাদেশের বন্ধু পাকিস্তান আর ভারত শত্রু! পুরনো সমস্ত কৃতজ্ঞতা যেন এক নিমেশে ভুলে গেল বাংলাদেশ। বাংলাদেশকে এই মুহূর্তে পরমাণু বোমা দিয়ে সাহায্য করার বার্তা পাকিস্তানের। আর তাতেই এই কথা বলছেন কূটনীতিকরা। প্রকাশ্যেই পাক কট্টরপন্থী ধর্মগুরু বাংলাদেশকে পরমাণু বোমা দিয়ে সাহায্য করার বার্তা দিয়েছেন।

তিনি বলেন, “পাকিস্তানের পরমাণু বোমা তোমাদের। কেউ চোখ তুলে দেখলে, উপড়ে নেওয়া হবে। হাত তুললে ভেঙে দেওয়া হবে।” বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতকে ঠিক এভাবেই হুঁশিয়ারি দিলেন পাক নেতা। তিনি আরও বলেন, “আজ আমরা আমাদের বাঙালি ভাইদের জবাব দিচ্ছি। তাদের উদ্দেশেই বলছি, এই পাকিস্তান তোমাদের। এই পাকিস্তানের যে অ্যাটম বম্ব আছে, সেটাও তোমাদের। কারোর সাহস থাকলে চোখ উঠিয়ে দেখুক।” পাকিস্তানে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগানও তোলেন তিনি।

যদিও ভারতীয় সেনাদের একাংশের মতে এই ধরনের আচরণ আশা করা যায়। এ প্রসঙ্গে অবসরপ্রাপ্ত সেনা কর্তা কর্নেল রাজেন্দ্র ভাদুড়ি বলেন, “পাকিস্তানের র‌্যানডম রাজনৈতিক নেতারা তো এই মুহূর্তে উস্কানি দেবেই। যে বলছে, ওর হাতে এক্তিয়ার রয়েছে, পরমাণু বোমা দেওয়ার? ও আসলে হাতে একটা মাইক পেয়েছে, সামনে কিছু সাপোর্টার রয়েছে, তাদের উস্কানি দিচ্ছে। নিউক্লিয়ার কি ঝালমুড়ি নাকি? ” এই ধরনের হুমকি, হুঁশিয়ারিকে একেবারেই আমল না দেওয়ার বার্তা দিচ্ছেন ভারতীয় সেনাকর্তারা।