কলকাতা: রাজ্যে বোমা, গুলি খোলামকুচি। জেলায় জেলায় বেড়েই চলেছে দুষ্কৃতী দৌরাত্ম্য। কোথাও দিনে দুপুরে চলছে গুলি। কোথাও বা উদ্ধার হচ্ছে তাজা বোমা। কখনও রাজনৈতিক টার্গেট, কখনও গোষ্ঠীদ্বন্দ্ব। রাজ্যে কোথা থেকে আসছে এত গুলি, বন্দুক? প্রশাসনের নজরদারিই বা কোথায়? একের পর এক ঘটনায় প্রশ্ন উঠছে বারবার। খাস কলকাতায় আবারও তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। বেলেঘাটায় তৃণমূল কংগ্রেস কর্মীর অফিস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূল কর্মী রাজু নস্করকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। ভাঙচুর করা হয় গাড়িও। রাজু নস্করের আঙুল দলেরই অন্য গোষ্ঠীর দিকে।
রবিবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে বেলেঘাটা ৩৪ নম্বর ওয়ার্ড। রাজু নস্করের অভিযোগ, সকালে এক দল দুষ্কৃতী গিয়ে তাঁর অফিস, গাড়ি ভাঙচুর করে। এমনকি অনুগামীদেরও মারধর করা হয় বলে অভিযোগ। অন্যদিকে, বেলেঘাটার আরেক তৃণমূল নেতা অলোক দাসের অভিযোগ, তাঁর অফিসে পাশে শনিবার রাতে ভাঙচুর হয়। সেই ঘটনার প্রতিবাদে সকালে কয়েকজন রাজু নস্করের অফিসে যান। অভিযোগ, তাঁর অনুগামীরা সেখানে যেতেই রাজুর অফিসের ভিতর থেকে গুলি চালানো হয়। পিন্টু দাস নামে এক ব্যক্তি গুরুতর জখম হন। তাঁর অভিযোগ, রাজুর অফিসের ভিতর থেকেই গুলি ছোড়া হয়েছে। তিনি গুলিবিদ্ধ হন।
এলাকা দখল নিয়েই এই গোষ্ঠীদ্বন্দ্ব বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় তৃণমূল নেতা রাজু নস্করের, “কোনও বিজেপি, তৃণমূলের লড়াই আমাদের নেই। প্রশাসনকে বলা হয়েছে। প্রশাসন দেখবে। আমাকে কেন দোষারোপ করা হচ্ছে কেন? কিছু লোক এলাকা দখল করার জন্য তৃণমূলের ঝান্ডা ব্যবহার করে এসব করছে।”
অপর পক্ষের বক্তব্য, “এলাকা দখল নিয়েই সমস্যা। আমাদের কে টিকিট পাবে, সে তো নেত্রীই ঠিক করবে। এলাকায় অশান্তি করা হচ্ছে। কিন্তু আমরাও শান্ত বেলাঘাটাকে অশান্ত করতে দেব না।” রবিবার সকালেও চাপা উত্তেজনা ছিল বেলেঘাটায়। এলাকার দোকানপাট বন্ধ ছিল।