৩৫ মিনিট বন্ধ বেলেঘাটা আইডির অক্সিজেন প্লান্ট! আপৎকালীন ব্যবস্থা করলেন চিকিৎসকেরা

সৈকত দাস |

May 05, 2021 | 9:11 PM

কলকাতা: করোনা রোগীর পাশাপাশি আইসিইউ-তে রয়েছেন বহু রোগী। কিন্তু প্রায় ৩৫ মিনিট প্রযুক্তিগত কারণে বন্ধ হয়ে গেল বেলেঘাটা আইডি হাসপাতালের অক্সিজেন প্লান্ট! বুধবার সন্ধেবেলা এই ঘটনায় হুলুস্থুল পরিস্থিতি তৈরি হয়। তবে আপৎকালীন ভাবে ৫০টি জাম্বো সিলিন্ডারের ব্যবস্থা করে রোগীদের অক্সিজেনের (Oxygen) ব্যবস্থা করে ফেলেন চিকিৎসকেরা। হাঁফ ছেড়ে বাঁচেন রোগী আত্মীয়রা। করোনা রোগীতে একপ্রকার ভর্তি বেলেঘাটা […]

৩৫ মিনিট বন্ধ বেলেঘাটা আইডির অক্সিজেন প্লান্ট! আপৎকালীন ব্যবস্থা করলেন চিকিৎসকেরা
ফাইল ছবি

Follow Us

কলকাতা: করোনা রোগীর পাশাপাশি আইসিইউ-তে রয়েছেন বহু রোগী। কিন্তু প্রায় ৩৫ মিনিট প্রযুক্তিগত কারণে বন্ধ হয়ে গেল বেলেঘাটা আইডি হাসপাতালের অক্সিজেন প্লান্ট! বুধবার সন্ধেবেলা এই ঘটনায় হুলুস্থুল পরিস্থিতি তৈরি হয়। তবে আপৎকালীন ভাবে ৫০টি জাম্বো সিলিন্ডারের ব্যবস্থা করে রোগীদের অক্সিজেনের (Oxygen) ব্যবস্থা করে ফেলেন চিকিৎসকেরা। হাঁফ ছেড়ে বাঁচেন রোগী আত্মীয়রা।

করোনা রোগীতে একপ্রকার ভর্তি বেলেঘাটা আইডি হাসপাতাল। পাশাপাশি আইসিইউ-তে রয়েছেন অনেকে। এই অবস্থাতেই এদিন আচমকা প্রযুক্তিগত কারণে আধ ঘণ্টার বেশি বন্ধ হয়ে যায় অক্সিজেন প্লান্ট। যার কারণে হুলুস্থুল পরিস্থিতির সৃষ্টি হয় হাসপাতালে। করোনা রোগীর পাশাপাশি মুমূর্ষ রোগী ভর্তি রয়েছেন। এতক্ষণ অক্সিজেন সরবরাহ বন্ধ থাকলে কী হবে? চিকিৎসকদের মধ্যে শুরু হয় চরম তৎপরতা। খুব অল্প সময়ের মধ্যে তাঁরা অক্সিজেন প্লান্টের লাইন বদল করে জাম্বো অক্সিজেন সিলিন্ডার এনে পরিস্থিতির সামাল দেন। রেহাই পান রোগীরা।

জাা গিয়েছে, টানা সরবরাহের ফলে বেশ কয়েকদিন ধরেই অক্সিজেন প্লান্টটির সমস্যা দেখা দিচ্ছিল। কিছুদিন যাবত ওয়ার্ডে ওয়ার্ডে অক্সিজেন পৌঁছতে সমস্যা হচ্ছিল। এর আগে চেষ্টা সত্ত্বেও প্লান্ট ঠিক করা যায়নি। তাই এদিন আধ ঘণ্টার বেশি অক্সিজেন প্লান্ট বন্ধ রাখা ছাড়া উপায় ছিল না। কিন্তু এতক্ষণ অক্সিজেন সরবরাহের ব্যবস্থার কী হবে? চটজলদি সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। তাঁদের তৎপরতায় এ যাত্রায় বড় কোনও সমস্যা হয়নি।

আরও পড়ুন: পিএম কেয়ারের টাকায় তৈরি হবে ৫০০ অক্সিজেন প্লান্ট, কেনা হবে ১ লক্ষ কনসেন্ট্রেটর

শেষ খবর পাওয়া পর্যন্ত এখন অক্সিজেন প্লান্ট থেকেই চলছে সরবরাহের কাজ।

Next Article