TMC Meeting: কুণালের ২ জানুয়ারি! নজরুল মঞ্চে মমতার বৈঠকে কি বড় ধামাকা? জোর জল্পনা
TMC Meeting: আগামী ২ জানুয়ারি এই বৈঠক হওয়ার কথা। উদ্দেশ্য পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগ বাড়ানো।

কলকাতা: নতুন বছরের শুরুতেই সাংসদ, বিধায়ক-সহ জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২ জানুয়ারি এই বৈঠক হওয়ার কথা। এমনটা সূত্র মারফত খবর। জানা যাচ্ছে, পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগ বাড়ানোই ওই বৈঠকের মূল উদ্দেশ্য। জনপ্রতিনিধিদের জন্য নতুন কর্মসূচি দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।
দিন পনেরো আগে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ একটি টুইট করেছিলেন। মূলত রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে তারিখের রাজনীতির ধারার সূচনা করেছিলেন, তাতে নতুন সংযোজন ছিল কুণালের ২ জানুয়ারি। কুণাল ঘোষ বলেছিলেন, যত ঘটনা ঘটবে আগামী ২ জানুয়ারি। কুণাল ঘোষ বলেন, “ধামাকা কি না জানিনা, তবে সেকেন্ড জানুয়ারি একটা দিন আছে। দরজা খোলার ব্যাপারে অনেক আবেদন আছে। সাংসদ, বিধায়ক ও সাংগঠনিক নেতাদের আবেদন আছে। তবে দরজা খোলা পুরোদস্তুর অভিষেকের ব্যাপার।” সময় বলে দিয়েছিলেন কুণাল ঘোষ। দুপুর বারোটাতেই যত ঘটনা ঘটবে বলে আগাম জানিয়েছিলেন কুণাল ঘোষ। তবে, নজরুল মঞ্চে ২ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠক হওয়ার কথা জানা যাচ্ছে, কুণাল এই দিনটির কথা ইঙ্গিত দিয়েছিলেন কিনা স্পষ্ট নয়।
উল্লেখ্য, কাঁথির মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘দরজাটা কি একটু ফাঁক করব?’ এই কথাটাও যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন রাজনীতি মহলের একাংশ। সূত্রের খবর, ২ জানুয়ারি ওই বৈঠকে যোগদান পর্ব থাকার সম্ভাবনাও রয়েছে।
প্রসঙ্গত, এই নজরুল মঞ্চেই গত ৮ মার্চ শেষ সভা করেছিল তৃণমূল কংগ্রেস। সেখানে বিজেপি শিবিরে বড়সড় ভাঙন হয়েছিল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন জয়প্রকাশ মজুমদার। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ‘গ্রামে চলো যাই’-এর মতো জনমুখী যে কর্মসূচিগুলি তৃণমূল নিয়েছে, সেগুলির ওপরেও জোর দেওয়া হয়েছে। ২ জানুয়ারি কি তবে ফের কোনও রাজনৈতিক দলের ভাঙন দেখবে বাংলা, প্রশ্ন রাজনৈতিক মহলে। ২ জানুয়ারি নিয়ে আপাতত সরগরম রাজ্য রাজনীতি।
