কলকাতা: শিক্ষক দিবসে (Teacher’s Day) বাটি হাতে পথে নামলেন সর্বশিক্ষা মিশনের অন্তর্গত শিক্ষকরা। সঙ্গে হাতে রইল দড়িতে বাঁধা ছাগল। এদিন দিনভর হাওড়া স্টেশনের সামনে দেখা গেল এই ছবি। সরকারি স্কুলে বেসরকারি সংস্থার মাধ্যমে নিয়োগের প্রতিবাদেই তাঁদের এই অভিনব বিক্ষোভ। প্রতিবাদী শিক্ষকদের সাফ দাবি, নবম শ্রেণি থেকে একাদশ শ্রেণি বাধ্যতামূলক এবং নবম-দশমে ঐচ্ছিক বিষয়ে পড়ুয়াদের পড়াশোনা করান। কিন্তু, ১৩ বিষয়ে তাঁরা বঞ্চনার শিকার। সে কারণেই বাটি হাতে, ছাগল হাতে নিয়ে রাজপথে প্রতিবাদে নেমেছেন তাঁরা। হাওড়ার স্টেশনের নানা প্রান্তে তাঁরা গিয়েছেন সাধারণ যাত্রীদের কাছে। শিক্ষক দিবসের দিন এই সমস্ত শিক্ষকদের রীতিমতো ভিক্ষা চাইতে দেখা গেল। চাই সম্মানের সঙ্গে কাজ, এই স্লোগানকে সামনে রেখেই চলল প্রতিবাদ। এই ছবি নিয়েই এখন জোর শোরগোল বাংলার শিক্ষামহলে।
এক প্রতিবাদ শিক্ষক বলেন, “আমরা আমাদের রাজ্যে শিক্ষকদের অনেকরকম প্রতিবাদ দেখেছি। কিন্তু, তাঁদের সমস্যার কোনও সুরাহা হতে আজ পর্যন্ত আমরা দেখিনি। তাই আমরা একটু অন্য পথে প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছি। আমরা সরকারি স্কুলে কাজ করলেও আমাদের কাজের কোনও নিশ্চয়তা নেই। দু-তিন মাস অন্তর আমাদের একবার বেতন দেওয়া হয়। আজ কাজ করলেও কাল আমাদের কাজ থাকবে কি না তার কোনও নিশ্চয়তা নেই। তাই আমাদের দাবি, দ্রুত আমাদের কাজের নিশ্চয়তা দেওয়া হোক। সরকার বিষয়টা দেখুক।”
সূত্রের খবর, ৭২৬টি সরকারি স্কুলে ১৩০০ জন এই ধরনের শিক্ষক রয়েছেন। কিন্তু, সকলেরই অভিযোগ রয়েছে স্থায়ীকরণ, বেতন কাঠামো, নিয়োগে বেসরকারি সংস্থার কর্তৃত্ব নিয়ে। এই প্রতিবাদী শিক্ষকরাই জানাচ্ছেন, National Skills Qualifications FrameWork West Bengal-এর অধীনে থাকা শিক্ষকরা ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়ান। নাইন-টেনে এটা সাধারণ বিষয় হিসাবে পড়ানো হয় সাধারণ জ্ঞানের জন্য। একাদশ দ্বাদশে পড়ানো হয় বাধ্যতামূলক বিষয় হিসাবে। এই বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর সবই রয়েছে বলেও জানাচ্ছেন তাঁরা।