Humayun Kabir on Taslima Nasrin: ‘শিক্ষিত শয়তান’, হুমায়ুনের নিশানায় তসলিমা

সৌরভ গুহ | Edited By: সঞ্জয় পাইকার

Dec 21, 2024 | 11:26 PM

Humayun Kabir on Taslima Nasrin: বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি। চরমপন্থীদের দাপট ক্রমশ বাড়ছে। তা নিয়ে লাগাতার সরব হয়েছে লেখিকা তসলিমা নাসরিন। তারই পরিপ্রেক্ষিতে মাদ্রাসা নিয়েও তিনি সরব হন। তসলিমা বলেন, "মাদ্রাসাগুলিতে জঙ্গি মহড়া হচ্ছে।"

Humayun Kabir on Taslima Nasrin: শিক্ষিত শয়তান, হুমায়ুনের নিশানায় তসলিমা
তসলিমা নাসরিনকে আক্রমণ করলেন হুমায়ুন কবীর

Follow Us

কলকাতা: মাদ্রাসায় জঙ্গি কার্যকলাপের অভিযোগ। এই নিয়ে লেখিকা তসলিমা নাসরিনকে আক্রমণ করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বাংলাদেশি লেখিকাকে ‘শিক্ষিত শয়তান’ বললেন তৃণমূল এই বিধায়ক। তসলিমার এই ধরনের মন্তব্য করা উচিত নয় বলে সরব হলেন তিনি।

বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি। চরমপন্থীদের দাপট ক্রমশ বাড়ছে। তা নিয়ে লাগাতার সরব হয়েছে লেখিকা তসলিমা নাসরিন। তারই পরিপ্রেক্ষিতে মাদ্রাসা নিয়েও তিনি সরব হন। তসলিমা বলেন, “মাদ্রাসাগুলিতে জঙ্গি মহড়া হচ্ছে।”

এদিকে, মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে ধৃত আব্বাস আলির নিজস্ব মাদ্রাসা রয়েছে। সেই মাদ্রাসার অবশ্য অনুমোদন নেই। তারপরই মাদ্রাসায় কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠেছে।

এই খবরটিও পড়ুন

এই পরিস্থিতিতে তসলিমার মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এদিন তিনি বলেন, “তসলিমা নাসরিনের কথার কোনও গুরুত্ব নেই। কেন তাঁকে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছে? তাঁকে কলকাতা থেকেও চলে যেতে হয়েছে। উনি শিক্ষিত শয়তান। তাঁর বই পড়ে দেখেছি। অনেক বাজে কথা লেখেন। একজন মুসলিম মহিলা হয়ে এভাবে মুসলিম সমাজের অবজ্ঞা করা ঠিক হয়নি। মোটেও ভাল কাজ করেন না।”

একইসঙ্গে জঙ্গি কার্যকলাপে মাদ্রাসার নাম জড়িয়ে যাওয়া নিয়ে ভরতপুরের বিধায়ক বলেন, “মাদ্রাসায় জঙ্গি হয় না। চালে যেমন কাঁকর থাকে, তেমনই কেউ হয়তো অসৎ উদ্দেশ্য ঢুকে পড়তে পারে। এক কোটির মধ্যে হয়তো একজন। তাদের জন্য আইন আছে।”

 

Next Article