College Admission: ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই বদলে যাচ্ছে নিয়ম, চালু হচ্ছে কেন্দ্রীয়ভাবে অনলাইন ভর্তি প্রক্রিয়া

সুমন মহাপাত্র | Edited By: Soumya Saha

Apr 24, 2023 | 8:49 PM

College Admission: রাজ্যের তরফে গত বছর এই কেন্দ্রীয়ভাবে অনলাইন ভর্তি প্রক্রিয়া চালু করার বিষয়ে চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। তবে নতুন শিক্ষাবর্ষ থেকেই এই কেন্দ্রীয়ভাবে অনলাইন ভর্তি প্রক্রিয়া চালু হয়ে যাচ্ছে কলেজগুলির জন্য।

College Admission: ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই বদলে যাচ্ছে নিয়ম, চালু হচ্ছে কেন্দ্রীয়ভাবে অনলাইন ভর্তি প্রক্রিয়া
ফাইল ছবি

Follow Us

কলকাতা: রাজ্যের অধীনস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতে কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়া চালু করার জন্য অনেকদিন ধরেই উদ্যোগ নিয়েছিল রাজ্যের শিক্ষা দফতর। এবার সেই সংক্রান্ত গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশ করল শিক্ষা দফতর। আগামী ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চলবে কলেজগুলিতে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেই সেই বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতে ভর্তির আবেদন করা যাবে। প্রসঙ্গত, রাজ্যের তরফে গত বছর এই কেন্দ্রীয়ভাবে অনলাইন ভর্তি প্রক্রিয়া চালু করার বিষয়ে চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। তবে নতুন শিক্ষাবর্ষ থেকেই এই কেন্দ্রীয়ভাবে অনলাইন ভর্তি প্রক্রিয়া চালু হয়ে যাচ্ছে কলেজগুলির জন্য।

উল্লেখ্য, এতদিন পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতে ভর্তির জন্য আলাদা আলাদা করে সংশ্লিষ্ট কলেজে আবেদন করতে হত পড়ুয়াদের। এর পাশাপাশি, কলেজে ভর্তি করিয়ে দেওয়ার নামে বিভিন্ন সময়ে প্রতারণার অভিযোগও উঠেছে অতীতে। অবশেষে সেই ঝক্কি থেকে নিস্তার পেতে চলেছে পড়ুয়ারা। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে শুরু হয়ে যাচ্ছে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির প্রক্রিয়া। নতুন এই প্রক্রিয়া চালু হয়ে গেলে, পড়ুয়াদের আর আলাদা আলাদাভাবে কলেজগুলিতে ভর্তির জন্য আবেদন করতে হবে না। কেন্দ্রীয়ভাবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনলাইনে এই ভর্তি প্রক্রিয়া চলবে।

অর্থাৎ, এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, তাতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি করেই মেধাতালিকা থাকবে। আর সেই মেধাতালিকার উপর ভিত্তি করেই পড়ুয়ারা কোন কলেজে ভর্তি হবে, তা বেছে নেওয়ার সুযোগ পাবেন। শিক্ষামহলের একাংশের মতে, এই প্রক্রিয়ায় কলেজগুলিতে ভর্তির ক্ষেত্রে আরও পড়ুয়াদের যে শুধু ঝক্কি কমবে তাই নয়, এর পাশাপাশি ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতাও আসবে। উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কলেজগুলিতে এই কেন্দ্রীয়ভাবে অনলাইন ভর্তি প্রক্রিয়ার বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছিল। আর তারপরই শিক্ষা দফতরের এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Next Article