Accident at Maa Flyover: মধ্যরাতে মা ফ্লাইওভারে বাইক থেকে ছিটকে পড়লেন আরোহী, রাস্তায় পড়ে মদের বোতল
Bike Accident: মা ফ্লাইওভারে দুর্ঘটনা প্রথমবার নয়। মাঝেমধ্যেই বেপরোয়া গতিতে বাইক চালানোয় দুর্ঘটনার কবলে পড়েন আরোহীরা।
কলকাতা: ফের মা ফ্লাইওভারে (Maa Flyover) বাইক দুর্ঘটনা (Bike Accidnet)। রবিবার রাতে দুর্ঘটনা ঘটে। বাইক থেকে ছিটকে পড়েন আরোহী। বেপরোয়া গতির জন্যই এই দুর্ঘটনা বলে মনে করছে পুলিশ। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। গুরুতর আহত অবস্থায় ওই আরোহীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটে।
আইটিসি হোটেলের ঠিক সামনে মা ফ্লাইওভারে চিংড়িঘাটা র্যাম্পে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খব, দুর্ঘটনার শিকার এক সেনা কর্মী। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে মদের বোতল। রাত ১টা নাগাদ এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। গুরুতর আহত অবস্থায় পড়েছিলেন আরোহী। তাঁকে উদ্ধার করে তাকে নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন হাসপাতালে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। বাইকে আর্মি লেখা ছিল বলে জানা গিয়েছে।
এসএসকেএমের দিক থেকে চিংড়িঘাটার দিকে যাচ্ছিল বাইকটি। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। রাত ১০টার পর মা ফ্লাইওভারে বাইক ওঠা নিষেধ। দু’দিকেই থাকে পুলিশি নিরাপত্তা। তা সত্ত্বেও পুলিশের চোখ এড়িয়ে কী ভাবে ফ্লাইওভারে বাইক উঠল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
দুর্ঘটনা অবশ্য শহরের এই ফ্লাইওভারে নিত্য নৈমিত্তিক হয়ে উঠেছে। নজরদারি থাক সত্ত্বেও কোনও লাভ হচ্ছে না। কখনও বেপরোয়া গতির জন্। ঘটথে দুর্ঘটনা। কখনও আবার ফ্লাইওভারে চিনা মাঞ্জায় আঘাত পেতে হচ্ছে বাইক আরোহীদের।
পুজোর মধ্যেও দেখা গিয়েছে একই ছবি। নবমীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে মা উড়ালপুলে। বাইক নিয়ে ঠাকুর দেখতে যাচ্ছিলেন একদল যুবক। অভিযোগ, বাইকের বেপরোয়া গতির কারণে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে বিপত্তি। দুর্ঘটনায় আহত হন চারজন বাইক আরোহী। মা উড়ালপুল ধরে হু হু করে ছুটছিল একের পর এক বাইক। স্পিডমিটারে নজর দেওয়ার সময় ছিল না কারও। এমনকী খেয়াল নেই, মাথায় হেলমেটটাও যে পরা হয়নি। সূত্রের খবর, আট থেকে ন’জনের একটি দল বাইকে চেপে ঠাকুর দেখতে বেরিয়েছিল। চিংড়িঘাটার দিক থেকে মা উড়ালপুলে ওঠার সময়ে একটি গাড়ির পিছনে এসে ধাক্কা মারে দু’টি বাইক। বাইকে থাকা চার যুবক হুড়মুড়িয়ে গিয়ে পড়েন রাস্তার ধারে। এর মধ্যে এক বাইক চালক গুরুতর আহত হন। বেশ খানিকক্ষণ রাস্তায় পড়েছিলেন তিনি। পুলিশ এসে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
মাস চারেক আগে এজেসি বোস রোড হয়ে পার্ক সার্কাসের সেভেন পয়েন্টে মা উড়ালপুলের ওঠার মুখে একটি মোটর বাইক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সেখান থেকে ছিটকে পড়েন বাইক চালক। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করেন ট্রাফিক পুলিশরা। নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।