‘মূর্তিতে আবার কেউ দড়ি ধরে টান না মেরে দেয়’, ‘দুর্গতিনাশিনী’ মমতায় কটাক্ষ দিলীপের
Dilip Ghosh: বাগুইআটির নজরুল পার্ক উন্নয়ন সমিতির পুজোয় এ বারের থিম 'তুমিই ভরসা'।
কলকাতা: ২৪ ঘণ্টার মধ্যেই আলোচনার শীর্ষে চলে এসেছে ‘দুর্গতিনাশিনী মমতা’। তাকে নিয়েও এখন রাজনীতির তরজা তুঙ্গে। অমিত মালব্য, শুভেন্দু অধিকারীর পর এবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মুখেও সেই ‘দুর্গারূপী’ মমতাকে নিয়ে তীব্র শ্লেষ। একদিকে দিলীপ ঘোষ যেমন মনে করালেন, ‘মূর্তির বিসর্জনও হয়’। একইসঙ্গে প্রশ্ন তুললেন, ‘দড়ি ধরে মারো টান হলে তখন কী হবে?’।
বাগুইআটির নজরুল পার্ক উন্নয়ন সমিতির পুজোয় এ বারের থিম ‘তুমিই ভরসা’। মূল মণ্ডপ তৈরি করা হচ্ছে রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের মতো করে। তবে এই পুজোর সবচেয়ে বড় চমক প্রতিমায়। কারণ, তার মুখমণ্ডল তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে। এই প্রতিমা নিয়ে রাজনীতির চাপানউতর শুরু বাংলায়।
বৃহস্পতিবার এই ছবিটি টুইট করেছিলেন বিজেপির মুখপাত্র অমিত মালব্য। অমিতের বক্তব্য, ‘এমন ঘটনা দেবী দুর্গাকে অপমান করার সমান। এটা বন্ধ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এ ভাবে তিনি বাংলার হিন্দুদের অনুভূতিতে আঘাত করছেন।’
শুক্রবার অমিত মালব্যর সেই টুইটই রিটুইট করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লেখেন, ‘যখন কেউ আপনাকে তোষামোদ করতে ঈশ্বর রূপে তুলে ধরতে চায়, আপনি যদি তার প্রতিবাদ না করেন তা হলে বোঝায়, এতে আপনারও সায় রয়েছে। অহং বোধ এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে এ ধরনের ঘটনার কোনও প্রতিবাদও করছেন না আপনি।’
When someone tries to elevate you to God’ s strature only to please you & your silence indicates consent, it means your ego has reached a point where conscience can’t hold it accountable. https://t.co/ezBlvdWjSN
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 3, 2021
West Bengal | 3 committees collaborate to make idol of Goddess Durga resembling CM Mamata Banerjee
“Every person in Bengal considers her as Goddess Durga. The benefits she provided to people haven’t been seen in world,” says Partha Sarkar, Vice Pres, Nazrul Park Unnayan Samiti pic.twitter.com/wZZzUlUTBc
— ANI (@ANI) September 2, 2021
শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে সরব হন দিলীপ ঘোষ। সেখানে তিনি এই মূর্তি প্রসঙ্গে মনে করান হীরক রাজার কথা। সত্যজিৎ রায়ের সেই হীরক রাজা, যিনি শহরের উপান্তে নিজের গরিমা, অহংকে মূর্ত করে রাখতে বিরাট মূর্তি বানিয়েছিলেন। একদিন সেই মূর্তিতেই দড়ি বেধে দেওয়া টান। তাতে ভেঙে খান খান হয়ে যায় মূর্তির রাজা। দিলীপ ঘোষ বলেন, “অনেকে নিজের মূর্তি করেন। পুজো করান। বচ্চন সাহেবের মন্দির আছে। মমতারও মূর্তি হতে পারে। ক্লাবকে টাকা দিয়ে উনি করতে পারেন। কিন্তু দুর্গার জায়গায় যাওয়া উচিত নয়। মূর্তিরও তো বিসর্জন হয়। দড়ি ধরে কেউ টান না মারে।”
অন্যদিকে এদিন উপনির্বাচন নিয়েও সরব হন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের কথায়, “পার্টি সব সময় ভোটের জন্য তৈরি। পুর নির্বাচনের জন্য দু’ বছর ধরে তৈরি। কমিশন বললেই ভোট হবে। সবাইকে তা মানতেও হবে। তবে স্কুল বন্ধ, রেল বন্ধ যখন, ভোট কেন হবে? ” আরও পড়ুন: শেষ মেট্রোর সময়সীমা বাড়ছে, সোমবার থেকেই বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যাও