Ration Scam: ‘চোরদের নামে পোস্টার পড়বে জেলায় জেলায়’, রেশন নিয়ে বড়সড় আন্দোলনে সুকান্তরা

Ranjit Dhar | Edited By: সায়নী জোয়ারদার

Nov 06, 2023 | 12:07 AM

BJP: এদিন সন্ধ্যার বিমানে রাজধানী থেকে কলকাতা ফেরেন সুকান্ত মজুমদার। সেখানেই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমাদের জেলায় জেলায় বিক্ষোভ মিছিল হচ্ছে। ২৯ নভেম্বর বিরাট বড় মিছিল সমাবেশ হবে কলকাতার বুকে। আমরা প্রত্যেক জেলায় চোরদের চিহ্নিত করার জন্য চোরদের নাম দিয়ে পোস্টার দেবো।"

Ration Scam: চোরদের নামে পোস্টার পড়বে জেলায় জেলায়, রেশন নিয়ে বড়সড় আন্দোলনে সুকান্তরা
রেশন দুর্নীতির প্রতিবাদে মিছিল।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: রেশন বণ্টন দুর্নীতিকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তাল রাজ্য। গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইডির স্ক্যানারে আরও অনেকেই। ইতিমধ্যেই কেউ গ্রেফতার হয়েছেন, কেউ কেউ নিয়মিত ডাক পাচ্ছেন সিজিও কমপ্লেক্সে। গরিবের দু’বেলার অন্ন চুরি করে তা বাইরে বেচে কোটি টাকা মুনাফার অভিযোগেরই মূলত তদন্ত চলছে। রেশন দুর্নীতি নিয়ে এবার ময়দানে নামছে বিজেপি। রবিবার দিল্লি থেকে কলকাতায় ফিরে তেমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

এদিন সন্ধ্যার বিমানে রাজধানী থেকে কলকাতা ফেরেন সুকান্ত মজুমদার। সেখানেই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের জেলায় জেলায় বিক্ষোভ মিছিল হচ্ছে। ২৯ নভেম্বর বিরাট বড় মিছিল সমাবেশ হবে কলকাতার বুকে। আমরা প্রত্যেক জেলায় চোরদের চিহ্নিত করার জন্য চোরদের নাম দিয়ে পোস্টার দেবো।”

একইসঙ্গে সুকান্ত বলেন, এবার স্বাস্থ্য নিয়ে সোচ্চার হবেন তাঁরা। সুকান্ত মজুমদারের কথায়, এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাতেও প্রচুর বেনিয়ম হয়েছে। বিজেপির রাজ্য সভাপতির কথায়, “স্বাস্থ্য দুর্নীতি নিয়ে আমি সাংবাদিক সম্মেলন করে তথ্য তুলে ধরেছি। শুধু তাই নয় রাজ্যপালের কাছে চিঠিও পাঠিয়েছি। সেখানে কী কী সমস্যা হচ্ছে, তার উল্লেখ রয়েছে।” সুকান্তের অভিযোগ, এ রাজ্যের স্বাস্থ্য পরিষেবা পুরোপুরি দালালরা নিয়ন্ত্রণ করে।

Next Article