C V Ananda Bose : ‘উনি তো আর শেখ মুজিবের জয় বাংলা বলেননি’, রাজ্যপালে ‘বিরক্ত’ স্বপন

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jan 28, 2023 | 12:55 AM

C V Ananda Bose : প্রসঙ্গত, বাংলার আগের রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jafdeep Dhankar) আমলে একাধিক ইস্যুতে রাজ্য-রাজ্যপাল সংঘাত প্রায়শই উঠে আসত খবরের শিরোনামে। কিন্তু, তাঁর উত্তরসূরি হিসাবে সি ভি আনন্দ বোস রাজ্যপালের আসনে বসতেই খানিক বদলে গিয়েছে চিত্রটা।

C V Ananda Bose : ‘উনি তো আর শেখ মুজিবের জয় বাংলা বলেননি’, রাজ্যপালে বিরক্ত স্বপন

Follow Us

কলকাতা : “রাজ্যপাল মহোদয়কে বোঝানো হয়েছে বাংলার জয়, মানে পশ্চিমবঙ্গের জয়। পশ্চিমবঙ্গের জয় তো আমরাও চাই। কিন্তু জয় বাংলা ভারতের স্লোগানই নয়। এটা বাংলাদেশের স্লোগান। ওদের সরকারি অনুষ্ঠানে হয়। এতে রাজ্যপালের কোনও ভুল নেই। ওঁকে দিয়ে বলিয়ে নেওয়া হয়েছে।” রাজ্যপালের হাতেখড়ির অনুষ্ঠানের পর রাজ্যপালকে সামনে রেখে এ ভাষাতেই বাংলার সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার যেন কার্যত একই সুরে কথা বলতে দেখা গেল বিজেপি নেতা স্বপন দাশগুপ্তকে। ‘কথাবার্তা’ অনুষ্ঠানে টিভি-৯ বাংলার (TV-9 Bangla) ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাটার্যকে দেওয়া সাক্ষাৎকারে স্বপন দাশগুপ্ত বলেন, “উনি তো আর শেখ মুজিবের জয় বাংলা বলেননি। উনি যেটা বললেন সেটা এখন তৃণমূল-কংগ্রেসের (Trinamool Congress) রাজনৈতিক একটা স্লোগান। আমি বলছি না উনি জয় শ্রী রাম বলুন। কিন্তু, জয় হিন্দ বললেই যথেষ্ট হত।”

প্রসঙ্গত, বাংলার আগের রাজ্যপাল জগদীপ ধনখড়ের আমলে একাধিক ইস্যুতে রাজ্য-রাজ্যপাল সংঘাত প্রায়শই উঠে আসত খবরের শিরোনামে। কিন্তু, তাঁর উত্তরসূরি হিসাবে সি ভি আনন্দ বোস রাজ্যপালের আসনে বসতেই বদলে গিয়েছে চিত্রটা। মুখে হাসি ফুটেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। তাঁর সামনেই বাংলায় হাতেখড়ি দিয়েছেন রাজ্যপাল। ব্রাত্যর মুখে শোনা গিয়েছে রাজ্য-রাজ্যপাল ‘সম্প্রীতির’ সুরের কথা। এমনকী রাজ্যপাল আবার নিজে বাংলায় বই লেখার ইচ্ছা প্রকাশ করেছেন। নিজেকে বাংলার দত্তকপুত্রও বলেছেন। তবে তার এই হাবভাব ভাল চোখে দেখছে না পদ্ম শিবির, এমনটাই মত ছিল রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের।  “এখন যখন বর্তমান রাজ্যপালের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এতই ভাল সম্পর্ক, তাহলে আগের সেশনে রাজ্যপালকে আচার্যের পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য আমাদের জোর করে যে বিলটা পাশ করালেন ওটা আশা করি ফেরত নিয়ে নেবেন এবার।” এ কথা শোনা গিয়েছিল বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের গলায়। এদিনের অনুষ্ঠানে এসে স্বপনের কথাতেও যেন ধরা পড়ল একই সুর। 

‘কথাবার্তা’ অনুষ্ঠানে স্বপন দাশগুপ্ত বললেন, “রাজ্যপালের আচরণ নিয়ে মন্তব্য করা উচিত নয় বলে আমি মনে করি। তাই আমরা অনেকদিন ধরেই দেখে যাচ্ছি। উনি ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলেন, আরও নানা কিছু করছিলেন। কিন্তু, বিরোধী দলের নেতার সঙ্গে রাজভবনের অ্যাডমিনেস্ট্রেশন যে ব্যবহার করেছ

Next Article