Attack on ED: ‘শাহজাহানের পোষা রোহিঙ্গারা হামলায় ছিল না তো?’, NIA তদন্ত চায় বিজেপি

Jan 05, 2024 | 1:27 PM

Attack on ED: বিরোধী দলনেতা এদিন এক্স মাধ্যমে ঘটনার নিন্দা করে লিখেছেন, "আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। এই হামলায় রোহিঙ্গারা উপস্থিত ছিল বলেই আমার সন্দেহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাজ্যপালকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জি জানাচ্ছি।" এনআইএ তদন্ত প্রয়োজন বলে মনে করেন তিনি।

Attack on ED: শাহজাহানের পোষা রোহিঙ্গারা হামলায় ছিল না তো?, NIA তদন্ত চায় বিজেপি
কী বলছেন বিজেপি নেতারা?
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

কলকাতা: শুক্রবার সকালে যেভাবে কেন্দ্রীয় সংস্থাকে আক্রান্ত হতে হয়েছে, তাতে প্রশ্ন উঠেছে শেখ শাহজাহানের প্রতিপত্তি নিয়ে? কতটা প্রভাবশালী হলে হাজারের বেশি অনুগামী একসঙ্গে হাজির হয়ে আক্রমণ করতে পারে? এই প্রসঙ্গে বিস্ফোরক দাবি করছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে থাকেন শেখ শাহজাহান। এদিনের হামলায় সেই রোহিঙ্গারা অংশ নিয়েছিল কি না, সেই প্রশ্ন তুলছে বিরোধীরা। এই ঘটনা স্বরাষ্ট্র মন্ত্রকের গোচরে আনতে চান বিজেপি নেতারা। এনআইএ তদন্তের দাবিও জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিরোধী দলনেতা এদিন এক্স মাধ্যমে ঘটনার নিন্দা করে লিখেছেন, “আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। এই হামলায় রোহিঙ্গারা উপস্থিত ছিল বলেই আমার সন্দেহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাজ্যপালকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জি জানাচ্ছি।” এনআইএ তদন্ত প্রয়োজন বলে মনে করেন তিনি।

রোহিঙ্গা যোগ থাকার অভিযোগ তোলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষও। তিনি সরাসরি অভিযোগ তুলে বলেন, “বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের এনে ক্যাম্প করে রাখেন। তারপর তাদের দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন।” তিনি আরও উল্লেখ করেছেন, তিন বিজেপি কর্মীর খুনে অভিযুক্ত শাহজাহান। তার মধ্যে ২ জনের দেহ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। একই অভিযোগ দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরও। তিনি বলেন, “সন্দেশখালিতে ইডি অফিসার ও প্রেসের উপরে শাহজাহান শেখের পোষা রোহিঙ্গা গুণ্ডারা আক্রমণ করেছে।”

বিজেপির যুক্তি উড়িয়ে, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “বিজেপি সব ঘটনাকে সাম্প্রদায়িক করতে চায় বলে এভাবে ব্যাখ্যা করে । তৃণমূলই টার্গেট। রাজনীতির কথা না বলে সাম্প্রদায়িক কথা বলা হচ্ছে।”

Next Article