Durga Puja 2023: ‘রাম মন্দির’ দেখতে কলকাতায় হাজির তেজস্বী সূর্য

Ranjit Dhar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 20, 2023 | 6:16 AM

Duurga Puja 2023: বৃহস্পতিবার রাতেই ওই মণ্ডপে দেখা যায় প্রদেশ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচিকে। পুজো মণ্ডপের সামনে খোশমেজাজে বেশ কিছুক্ষণ তাঁদের গল্প করতেও দেখা যায়। একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ছবিও তোলেন তাঁরা।

Durga Puja 2023: রাম মন্দির দেখতে কলকাতায় হাজির তেজস্বী সূর্য
কলকাতায় তেজস্বী সূর্য
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: শারদোৎসবের মাঝেই শহরে এলেন বিজেপির সর্বভারতীয় যুব মোর্চার সভাপতি তথা তরুণ সাংসদ তেজস্বী যাদব। বৃহস্পতিবার রাতে শহরে পৌঁছেছেন তিনি। কলকাতা বিমানবন্দরে অবতরণ করার পর তিনি জানান, শহরের কয়েকটি পুজো মণ্ডপ পরিদর্শন করবেন তিনি। সেই তালিকায় যে ‘রাম মন্দির’ আছে, সে কথাও উল্লেখ করেছেন তিনি। এবছর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর থিম রাম মন্দির। কলকাতায় এসে সেই পুজোর উদ্বোধন করে গিয়েছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেই পুজো পরিদর্শন করবেন তেজস্বী সূর্য।

দুর্গাপুজোর সময় কলকাতায় এসে আপ্লুত যুব মোর্চার সভাপতি। তিনি জানিয়েছেন, নেতৃত্ব যেমনটা ঠিক করে দেবেন, সেভাবেই বিভিন্ন জায়গায় যাবেন তিনি। তবে রাজনীতি নিয়ে মুখ খুলতে চাননি তেজস্বী। তিনি বলেন, এখন রাজনীতির সময় নয়, তাই রাজনীতির কথা বলব না।

সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় এবার রাজনীতিদের আনাগোনা লেগে রয়েছে। এছাড়াও অমিত শাহ উদ্বোধন করার পর এই পুজো মণ্ডপ ঘুরে গিয়েছেন, প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। এছাড়া, বৃহস্পতিবার রাতেই ওই মণ্ডপে দেখা যায় প্রদেশ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচিকে। পুজো মণ্ডপের সামনে খোশমেজাজে বেশ কিছুক্ষণ তাঁদের গল্প করতেও দেখা যায়। একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ছবি তোলেন তাঁরা। আর এবার সেই মণ্ডপেই দেখা যাবে বেঙ্গালুরু দক্ষিণের লোকসভা কেন্দ্রের সাংসদ তেজস্বী সূর্যকে।

Next Article