Durga Puja 2023: হাউসবোটেই মা দুর্গা, কলকাতায় হাজির আস্ত কেরল, দেখুন ছবি

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 20, 2023 | 7:59 AM

Durga Puja 2023: কাউন্সিলর নিজে হাতে পুরো থিম তৈরি করেছেন। তাঁর হাতেই তৈরি হয়েছে আস্ত হাউসবোট। সেটি দেখলে আসল না নকল বোঝার উপায় নেই।

1 / 5
অনেক দিন ধরেই প্রচার চলছিল যে কলকাতায় এবার দেখা  যাবে আস্ত কেরল। তবে থিম সম্পর্কে কোনও স্পষ্ট ধারনা দেওয়া হয়নি। পুজো উদ্বোধন হওয়ার পরই জানা গেল কোথায় সেই কেরল।

অনেক দিন ধরেই প্রচার চলছিল যে কলকাতায় এবার দেখা যাবে আস্ত কেরল। তবে থিম সম্পর্কে কোনও স্পষ্ট ধারনা দেওয়া হয়নি। পুজো উদ্বোধন হওয়ার পরই জানা গেল কোথায় সেই কেরল।

2 / 5
কবিরাজ বাগানের পুজোয় এবার কাউন্সিলর নিজেই থিম মেকার। তিনিই কলকাতা শহরে তৈরি করেছেন আস্ত কেরল।

কবিরাজ বাগানের পুজোয় এবার কাউন্সিলর নিজেই থিম মেকার। তিনিই কলকাতা শহরে তৈরি করেছেন আস্ত কেরল।

3 / 5
কলকাতার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তী নিজে হাতে এই থিম তৈরি করেছেন। সামনে থেকে দেখলে আসল ও নকলের তফাৎ বোঝা প্রায় অসম্ভব। প্রতিমা সাবেকি।

কলকাতার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তী নিজে হাতে এই থিম তৈরি করেছেন। সামনে থেকে দেখলে আসল ও নকলের তফাৎ বোঝা প্রায় অসম্ভব। প্রতিমা সাবেকি।

4 / 5
৫৮ তম বছরে এবার পা দিয়েছে কবিরাজ বাগানের পুজো। সেখানে রয়েছে একটি হাউসবোট। যা নিজেই তৈরি করেছেন কাউন্সিলর। তার মধ্যে রয়েছে বেডরুম কেবিন, ডাইনিং রুম, কিচেন এবং লবি।

৫৮ তম বছরে এবার পা দিয়েছে কবিরাজ বাগানের পুজো। সেখানে রয়েছে একটি হাউসবোট। যা নিজেই তৈরি করেছেন কাউন্সিলর। তার মধ্যে রয়েছে বেডরুম কেবিন, ডাইনিং রুম, কিচেন এবং লবি।

5 / 5
প্রতিমা সাবেকি। আশেপাশের আবহ যেন আসলেই কেরলের ছোট্ট গ্রাম আলেপ্পি।

প্রতিমা সাবেকি। আশেপাশের আবহ যেন আসলেই কেরলের ছোট্ট গ্রাম আলেপ্পি।

Next Photo Gallery