BJP: দুর্নীতির বিরুদ্ধে লড়াই থেকে পঞ্চায়েত নির্বাচন, একাধিক কর্মসূচি নিয়েই রাজ্যে এল বিজেপির পর্যবেক্ষক দল

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 18, 2022 | 8:27 AM

BJP In Kolkata: গতকালই রাত্রিবেলা ১১টা ১০ নাগাদ দমদম এয়ারপোর্টে নামেন বিজেপি জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল।

BJP: দুর্নীতির বিরুদ্ধে লড়াই থেকে পঞ্চায়েত নির্বাচন, একাধিক কর্মসূচি নিয়েই রাজ্যে এল বিজেপির পর্যবেক্ষক দল
সুনীল বানসাল (নিজস্ব চিত্র)

Follow Us

কলকাতা: রবিবার রাজ্য বিজেপির চার পর্যবেক্ষকের বৈঠক। শনিবার রাত্রিবেলাই কলকাতায় এসেছেন সবাই। আজ সকাল ১১টা থেকে দফায় দফায় এই বৈঠক হতে পারে বলে খবর।

কোন বিষয়ে আলোচনা হতে পারে?

জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটের পরিকল্পনায় রাজ্যের নেতাদের সঙ্গে বৈঠক করবেন চার পর্যবেক্ষকও। আলোচনা হবে দলের সংগঠিত পরিস্থিতি নিয়েও। নবান্ন অভিযানের সাফল্য নিয়েও কথা হবে বলে বিজেপি সূত্রের খবর। আরও জানা গিয়েছে, দুর্নীতি ইস্যুতে এ দিনের লড়াইয়ের নতুন কর্মসূচিও ঠিক হতে পারে এই বৈঠক থেকে। বৈঠকের পাশাপাশি বিজেপির সাধারণ সম্পাদক সুনীল বনসল দেখা করবেন নবান্ন অভিযানে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গেও। গতকালই রাত্রিবেলা ১১টা ১০ নাগাদ দমদম এয়ারপোর্টে নামেন বিজেপি জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল।

কোন বিষয়ে আলোচনা হতে পারে?

জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটের পরিকল্পনায় রাজ্যের নেতাদের সঙ্গে বৈঠক করবেন চার পর্যবেক্ষকও। আলোচনা হবে দলের সংগঠিত পরিস্থিতি নিয়েও। নবান্ন অভিযানের সাফল্য নিয়েও কথা হবে বলে বিজেপি সূত্রের খবর। আরও জানা গিয়েছে, দুর্নীতি ইস্যুতে এ দিনের লড়াইয়ের নতুন কর্মসূচিও ঠিক হতে পারে এই বৈঠক থেকে। বৈঠকের পাশাপাশি বিজেপির সাধারণ সম্পাদক সুনীল বনসল দেখা করবেন নবান্ন অভিযানে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গেও।গতকালই রাত্রিবেলা ১১টা ১০ নাগাদ দমদম এয়ারপোর্টে নামেন বিজেপি জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল।

প্রসঙ্গত, বিজেপির নবান্ন অভিযান ঘিরে তুলকালাম হয় বঙ্গ-রাজনীতি। দিল্লি থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ প্রতিনিধি দল পাঠিয়েছে রাজ্যে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার জন্য। পাঁচ সদস্যের ওই ফ্যাক্ট ফাইন্ডিং টিম শনিবার দুপুরে হেস্টিংসে বিজেপির অফিসে সাংবাদিক বৈঠকে কড়া ভাষায় আক্রমণ শানায় রাজ্যের শাসক দলকে।

Next Article