Samik Bhattacharya: বিজেপির রাজ্য কমিটিতে কারা ঠাঁই পাবেন? শমীক চললেন দিল্লি
BJP State President Samik Bhattacharya: প্রায় ২ মাস হতে চলল শমীক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন। কিন্তু, বিজেপির নতুন রাজ্য কমিটি এখনও গঠন করা হয়নি। জানা গিয়েছে, দিল্লিতে শীর্ষ নেতৃত্বের সঙ্গে ওই কমিটি নিয়ে আলোচনা হতে পারে শমীকের।

কলকাতা: আর কয়েকমাস পরই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। আর রাজ্য বিজেপির দায়িত্ব পাওয়ার পর থেকেই সংগঠনকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে, কী কী কাজ করবে, সেই বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন। এবার শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠকের জন্য দিল্লি যাচ্ছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। আগামিকাল (রবিবার) সকালে দিল্লি উড়ে যাচ্ছেন তিনি।
প্রায় ২ মাস হতে চলল শমীক বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন। কিন্তু, বিজেপির নতুন রাজ্য কমিটি এখনও গঠন করা হয়নি। জানা গিয়েছে, দিল্লিতে শীর্ষ নেতৃত্বের সঙ্গে ওই কমিটি নিয়ে আলোচনা হতে পারে শমীকের। জাতীয় নির্বাচন কমিশন বাংলায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) শুরু করতে পারে বলে জল্পনা ক্রমশ বাড়ছে। ভোটার তালিকা নিয়ে শমীকের সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্ব আলোচনা করতে পারেন। এছাড়া রাজ্যে দলের আগামী কর্মসূচি নিয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
সোমবার সকালে সুনীল বনসলের সঙ্গে কলকাতায় ফেরার কথা শমীকের। ওইদিন একাধিক সাংগঠনিক বৈঠক রয়েছে বঙ্গ বিজেপির। সেই সঙ্গে ওই দিন ‘এক দেশ এক ভোট’ নিয়ে আইসিসিআর-এ সকাল ১১টায় বিজেপির ছাত্র নেতাদের সম্মেলন হবে। থাকবেন সুনীল বনসল। প্রসঙ্গত, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বনসল ‘এক দেশ এক ভোট’ কর্মসূচি নিয়ে জাতীয় স্তরে দায়িত্বে রয়েছেন।
এদিকে, এদিন রাজ্য বিজেপির নির্বাচন কমিটির সঙ্গে বৈঠক করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই বৈঠকের পর তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত কিছু অলিখিত দায়িত্ব দিয়েছে দল, সেটাই তিনি পালন করছেন। দল বললে পার্টি অফিসও পরিষ্কার করতে তিনি প্রস্তুত বলে জানিয়ে দেন। একইসঙ্গে শুভেন্দু বলেন, ছাব্বিশের নির্বাচনে পূর্ব মেদিনীপুরের ১৬টি আসনেই বিজেপি প্রার্থীদের জিতিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেবেন।
