কলকাতা: লোকসভা নির্বাচনের আগে বাংলায় নিজেদের অবস্থান আরও পোক্ত করতে তৎপর বঙ্গ বিজেপি। কখনও দিল্লিতে, কখনও কলকাতায় দফায় দফায় চলছে বৈঠক। কিন্তু শুধু নির্দেশ দিলেই তো আর হল না, সেটা কতটা কার্যকর হচ্ছে, সেটাও তো জানা জরুরি। নেতা-নেত্রীরা শুধু নির্দেশ শুনেই চলে যাচ্ছেন নাকি তা কার্যকর করার উদ্যোগও নিচ্ছেন? সেদিকেও এবার নজর রাখবে কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপি সূত্রে খবর, জনসংযোগ বাড়ানোর ক্ষেত্রে কোনও গাফিলতি যাতে না থাকে সেই বন্দোবস্ত করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
সাধারণ মানুষের আরও কাছাকাছি পৌঁছতে গত বছরেই বিজেপি শুরু করেছে ‘প্রবাস কর্মসূচি।’ সেই কর্মসূচিতে বাড়ি বাড়ি গিয়ে মানুষজনের সঙ্গে কথা বলতে হবে নেতা-নেত্রীদের। কর্মসূচি শুরু হওয়ার পর অনেকগুলো মাস কেটে গিয়েছে, কিন্তু গেরুয়া শিবিরের অন্দরের খবর হল, অনেকেই ‘প্রবাসে’ যাচ্ছেন না, আবার কেউ গেলেও কিছু সময় থেকে ফিরে যাচ্ছেন। এই বিষয়টা নিয়ন্ত্রণ করার জন্য এবার নতুন পন্থা নিল বিজেপি ।
দলের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, বিধানসভা ভিত্তিক কর্মসূচিতে অংশ নিতে হবে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের। কেন্দ্রীয় ভাবে নির্দেশ দেওয়া হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের যোগাযোগের জন্য একটি বিশেষ নম্বর দেওয়া হবে। নম্বরটি হল, ৯০৯০৯০২০২৪। ওই নম্বরে মিসড কল দিতে বলা হবে ভোটারদের। আর সেই নম্বরটা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে। কোন এলাকা থেকে মিসড কল আসছে, সেটা চিহ্নিত করা হবে। তার থেকেই বোঝা যাবে, কোন কোন এলাকায় পৌঁছচ্ছেন নেতারা। কোন এলাকা বাদ পড়ছে, সেটাও স্পষ্ট হয়ে যাবে। আর এক দিকে, বিজেপির প্রতি মানুষের আগ্রহ কতটা, সেটাও কেন্দ্রীয় নেতৃত্ব বুঝে নিতে পারবে লোকসভা নির্বাচনের আগে।
উল্লেখ্য, ২০১৯-এর লোকসভা নির্বাচনে বাংলা থেকে ১৯টি আসন পেয়েছিল বিজেপি। এবার সেই সংখ্যা বাড়ানোই লক্ষ্য গেরুয়া শিবিরের। বিশেষত, যে সব আসনে কম ভোটের ফারাকে হার হয়েছিল, সেগুলিতে জয় পাওয়ার হিসেব কষছে বিজেপি।