ভোট অষ্টমীর শেষ লগ্নে খুশি বিজেপি, ‘বীরভূমে খেলা হলেও আমরা জিতব’, আত্মবিশ্বাসী অর্জুন

ঋদ্ধীশ দত্ত |

Apr 29, 2021 | 6:08 PM

বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনের দফতরে হাজির হন বিজেপি সাংসদ অর্জুন সিং ও শিশির বাজোরিয়া। আট দফা ভোট ভালভাবেই হয়েছে বলে দাবি করা হয়ে বিজেপির তরফে।

ভোট অষ্টমীর শেষ লগ্নে খুশি বিজেপি, বীরভূমে খেলা হলেও আমরা জিতব, আত্মবিশ্বাসী অর্জুন
ফাইল ছবি

Follow Us

কলকাতা: শেষ দফার ভোট শেষ হওয়ার আগেই বিক্ষিপ্ত অশান্তির ঘটনা নিয়ে নালিশ জানাতে কমিশনের দ্বারস্থ হল বিজেপি। এর পাশাপাশি সংযুক্ত মোর্চার পক্ষ থেকেও কমিশনে যাওয়া হয়। ভোটের দিন সকালে এক সিপিএম কর্মীর দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে সরব হন মোর্চা নেতৃত্ব। একাধিক ঘটনা সম্পর্কে নালিশ জানানো হলেও গেরুয়া শিবিরের দাবি, ভোটে জয়লাভ করে ক্ষমতায় আসবে বিজেপি-ই।

বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনের দফতরে হাজির হন বিজেপি সাংসদ অর্জুন সিং ও শিশির বাজোরিয়া। আট দফা ভোট ভালভাবেই হয়েছে বলে দাবি করা হয়ে বিজেপির তরফে। শিশির বলেন, “শীতলকুচির ঘটনা ছাড়া এই আট দফা ভোট খুব ভাল হয়েছে।” অন্যদিকে, করোনার বাড়বাড়ন্তের মাঝে ভোটগণনা নিয়ে নির্বাচন কমিশন ভোটকর্মীদের কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করলেও তা নিয়ে সমস্ত নির্দেশিকা স্পষ্ট নয়। কিছু ধোঁয়াশা তৈরি হয়েছে। সেটা যেন দ্রুত কাটিয়ে দেওয়া যায় সেই আবেদন জানানো হয় বিজেপির পক্ষ থেকে।

ভোটের একেবারে শেষ লগ্নে এসেও এ দিন আত্মবিশ্বাসী শোনায় অর্জুনে। বারাকপুরের বিজেপি সাংসদ শেষ দফা ভোট বলেন, “অনেক জায়গায় ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা হচ্ছে। সেগুলো ভাল করে দেখতে বলেছি। বেলেঘাটাতেও বুথের বাইরে ঝামেলা হয়েছিল।” বীরভূমের ভোট নিয়ে অর্জুনকে বলতে শোনা যায়, “অনুব্রত বলেছিলেন খেলা হবে। সেটাই বীরভূমে হচ্ছে। তবে আমরা জিতব।”

আরও পড়ুন: বাংলার মসনদে কে? বুথ ফেরত সমীক্ষার লাইভ আপডেট জানতে কোথায় নজর রাখবেন?

অন্যদিকে, সংযুক্ত মোর্চার পক্ষ থেকে একাধিক বিষয়ে নালিশ জানানো হয় কমিশনের কাছে। মোর্চা নেতৃত্বের দাবি, অনুব্রতকে নজরবন্দি করা হয়েছিল শুধুমাত্র লোক দেখানোর জন্য। ডোমকলে এক প্রার্থীর গাড়ি চাপা পড়ে এক বাম কর্মীর মৃত্যু হলেও পুলিশ কোনও অভিযোগ নেয়নি বলে দাবি করা হয় তৃণমূলের পক্ষ থেকে।

আরও পড়ুন: ‘আক্রান্ত’ বিজেপির অনির্বাণ, গাড়ি ভাঙল লাঠির ঘায়ে, অনুব্রত বললেন, ‘আরেহ ও পাগল তো’

Next Article