কলকাতা: খাস কলকাতায় ভয়ানক বিস্ফোরণ। এসএন ব্যানার্জী রোডে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, প্ল্যাস্টিকের ব্যাগে বিস্ফোরক ছিল। ঘটনায় আহত একজন। বিস্ফোরণস্থল ঘিরে ফেলেছে পুলিশ আধিকারিকরা।
পুলিশ সূত্রে খবর, শনিবার দুপুর পৌনে দু’টো নাগাদ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এলাকাবাসী দ্রুত খবর দেয় তালতলা থানায়। ঘটনাস্থলে যায় বম্ব স্কোয়্যাডও। যদিও তারা সেখান থেকে কিছু মেলেনি। এ দিকে, বিস্ফোরেণের জেরে আহত হয়েছেন এক ব্যক্তি। তাঁর নাম বাপি দাস (৫৮)। বাড়ি উত্তর ২৪ পরগনার ইছাপুরে। বিস্ফোরণের জেরে ওই ব্যক্তির হাতের কবজি উড়ে গিয়েছে বলে খবর।
এলাকাবাসী আহত ব্যক্তিকে উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। এলাকায় মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ বাহিনী।