সোনারপুর: সাত সকালে সেপটিক ট্যাঙ্কে উঁকি মেরেই চমকে গেলে স্থানীয় বাসিন্দারা। পড়ে রয়েছে এক মহিলার নগ্ন দেহ। চারপাশে রয়েছে বাড়ি, ফাঁকা জায়গায় খেলা করেন এলাকার শিশুরা। সেখানে কারা, কীভাবে ওই মহিলার দেহ ফেলে দিল, তা ভেবেই শিউরে উঠছেন স্থানীয় বাসিন্দারা। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ঘটনা। এই দৃশ্য দেখেই পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কেউ বা কারা খুন করে ফেলে দিয়ে গিয়েছে যুবতীর দেহ।
শুক্রবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সোনারপুর থানা এলাকার কুস্তিয়ায়। বাড়িটি নির্মীয়মান। পাশেই, বাড়ির বাইরের দিকে রয়েছে সেপটিক ট্যাঙ্ক। এখনও পর্যন্ত ওই বাড়িতে কেউ বসবাস করেন না। ট্যাঙ্কটিতে ঢাকনাও দেওয়া ছিল না।
এলাকার এক বাসিন্দা জানান, এদিন সকালে ওই বাড়ির কাছে ফাঁকা জায়গায় খেলতে গিয়েছিল শিশুরা। তারাই গন্ধ পায়। উঁকি মেরে দেখতে গিয়ে তারা দেখে এক মহিলার নগ্ন দেহ পড়ে রয়েছে ভিতরে। শিশুরা অভিভাবকদের গিয়ে খবর দেওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয়। দেহ পচতে শুরু করেছিল বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। এলাকার বাসিন্দাদের দাবি, যুবতী এই এলাকার বাসিন্দা নয়। নাম, ঠিকানা কিছুই জানা যায়নি এখনও।