Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bonny Sengupta: কুন্তলের ‘তল’ কতটা জানতে বনিকে ফের তলব ED-র, জানতে চায় গাড়ি কেনা টাকার উৎসও

Bonny Sengupta: সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষ ঘনিষ্ঠ আরও ৬ অভিনেতা-অভিনেত্রীকে খুব শীঘ্রই তলব করতে চলেছে ইডি।

Bonny Sengupta: কুন্তলের ‘তল’ কতটা জানতে বনিকে ফের তলব ED-র, জানতে চায় গাড়ি কেনা টাকার উৎসও
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Mar 10, 2023 | 12:47 PM

কলকাতা : বৃহস্পতিবার প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ফের তলব করা হল টলি অভিনেতা বনি সেনগুপ্তকে (Bonny Sengupta)। কুন্তল ঘোষের সঙ্গে লেনদেনের প্রমাণ মিলতেই গোয়েন্দাদের আতস কাচের নীচে চলে এসেছেন বনি। তার জেরেই বৃহস্পতিবার তলব করা হয়েছিল তাঁকে। দেরি না করে হাজিরাও দিয়েছিলেন তিনি। তবে এবার আরও কিছু নথি নিয়ে যেতে বলা হয়েছে তাঁকে। আগামী মঙ্গলবার তলব করা হয়েছে অভিনেতাকে। অভিযোগ, নিয়োগ দুর্নীতি-কাণ্ডে অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের (Kuntal Ghosh) দেওয়া টাকায় গাড়ি কিনেছিলেন বনি সেনগুপ্ত। অভিনেতার দাবি, সিনেমা করার জন্যই কুন্তল টাকা দিয়েছিলেন তাঁকে। তবে তার কোনও চুক্তিপত্র না থাকায় উঠেছে প্রশ্ন। সেই গাড়ির নথি ও ব্যাঙ্কের নথি নিয়ে যেতে বলা হয়েছে অভিনেতাকে।

এরই মধ্যে সামনে আসছে টলিপাড়ার আরও কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর কথা। বনিকে তলব করার পরই অভিনেতার মা দাবি করেছেন, শুধু বনি নয়, অনেক অভিনেতা-অভিনেত্রীর সঙ্গেই ওঠাবসা ছিল কুন্তলের। আস্তে আস্তে সব নাম সামনে আসবে বলে উল্লেখ করেন তিনি। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষ ঘনিষ্ঠ আরও ৬ অভিনেতা-অভিনেত্রীকে খুব শীঘ্রই তলব করতে চলেছে ইডি।

তদন্তকারীরা জানতে পেরেছেন হুগলির তৃণমূল নেতা কুন্তল ঘোষের একগুচ্ছ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল। আর সে সব অ্যাকাউন্ট থেকে কাদের সঙ্গে লেনদেন হয়েছে, তা খুঁজতে গিয়েই একের পর এক নাম উঠে আসছে ইডি আধিকারিকদের হাতে। ওই ৬ অভিনেতা-অভিনেত্রীর অ্যাকাউন্টেও কুন্তলের টাকা গিয়েছিল বলে সূত্রের খবর।

তবে বনি সেনগুপ্তের নামে গাড়ি কেনার জন্য যে প্রায় ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা যে কুন্তল ঘোষ, দিয়েছিলেন, তা একরকম স্বীকার করে নিয়েছেন অভিনেতা। তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে কুন্তলের ব্যক্তিগত সম্পর্ক ছিল, জন্মদিন সহ বিভিন্ন পার্টিতে আমন্ত্রিতও থাকতেন তিনি। সূত্রের খবর, বনির কাছ থেকে সেই সংক্রান্ত আরও তথ্য জানতে চান তদন্তকারীরা। টলিপাড়ার অন্দরে নিয়োগ দুর্নীতির শিকড় কতটা বিস্তারলাভ করেছিল, তা জানতেই তৎপর হয়েছেন তদন্তকারীরা।