কলকাতা : ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে বিভ্রাট কাটছে না। বারবার বউবাজার অঞ্চলের বাড়িগুলিতে ফাটল দেখা দেওয়ায় বাধা পড়ছে কাজে। শুক্রবার অন্তত ১০ টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। প্রায় ৩৫ টি বাড়ি ফাঁকা করার কথা বলা হয়েছে। বহু মানুষকে কয়েক ঘণ্টার মধ্যে জিনিসপত্র গুছিয়ে বাড়ি ছাড়তে হয়েছে। তবে ২৪ ঘণ্টা কেটে গেলেও পরিস্থিতি বদলাল না। এখনও হু হু করে জল বেরচ্ছে মেট্রো প্রকল্পের টানেলের মধ্যে। এই অবস্থায় কী করা হবে, তা নিয়ে কেএমআরসিএল কর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন মেয়র ফিরহাদ হাকিম।
শনিবার বেলা ১২ টায় নির্মাণ সংস্থা কেএমআরসিএল-এর কর্তাদের বৈঠকে ডেকেছেন ফিরহাদ। এ দিন কলকাতা পুরভবনে সেই বৈঠক হবে বলে জানা গিয়েছে। বারবার করে বউবাজারে কেন বিপত্তি ঘটছে, মানুষকে এই দিশেহারা অবস্থার মধ্যেই বা পড়তে হচ্ছে কেন, তা নিয়ে এই বৈঠক হতে চলেছে।
শুক্রবারই ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, তিনি রেলের কর্তাদের সঙ্গে কথা বলতে চান। তিনি মনে করেন, যাঁরা এই প্রকল্পের কাজ করছেন, তাঁরা সবটা সামাল দিতে পারছেন না। তাই এ ব্যাপারে রেলের শীর্ষ কর্তাদের হস্তক্ষেপ করা উচিত। তাঁর মতে, বেশ কিছু বাড়ি চিহ্নিত করে, সেগুলি ভেঙে দিয়ে ফের তৈরি করতে হবে। নাহলে এমন সমস্যা চলতেই থাকবে।
এ দিকে, মেট্রো প্রকল্পের যে টানেল, যেখান থেকে মূল সমস্যার সূত্রপাত, সেখানে এখনও জল বেরচ্ছে। জানা গিয়েছে, স্ল্যাব তৈরি করতে গিয়েই এই বিপত্তি হচ্ছে বারবার। আর ৬ মিটার স্ল্যাব তৈরি করতে হবে। সেটা বানাতে গেলেই বারবার জল বেরিয়ে আসছে মাটির তলা থেকে। তার জেরেই বাড়িগুলিতে এভাবে ফাটল ধরছে। আগেও অনেক ছিদ্র রাসায়নিক দিয়ে বন্ধ করা হয়েছে। আর এবার একটি ছিদ্র নিয়েই নাজেহাল অবস্থা কর্মীদের। শনিবার সকালেও সেখানে জল বেরচ্ছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, যাঁদের বাড়ি ছাড়তে হয়েছে, তাঁদের মধ্যে এখনও অনেকেই হোটেল পাননি বলে অভিযোগ।