Bratya Basu: হোলটাইমারদের কোন কোন আত্মীয় চাকরি পেয়েছে, তার শ্বেতপত্র প্রকাশ করবে তৃণমূল: ব্রাত্য
Bratya Basu: সম্প্রতি কুণাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, সিপিএম জমানায় এমন কোনও হোলটাইমার ছিলেন না, যাঁর বাড়িতে কেউ সরকারি চাকরি করতেন না।
কলকাতা: অন্যায় হয়েছে, দুর্নীতি হয়েছে এ কথা মানছে শাসক দল। তবে যে বিরোধীরা দুর্নীতি নিয়ে গলা ফাটাচ্ছেন, তাঁদের গায়ে কোনও অভিযোগের দাগ নেই, একথা মানতে নারাজ তৃণমূল। বিশেষত সিপিএম জমানায় ব্যাপক হারে স্বজনপোষণ হয়েছে বলে দাবি করছেন দলের নেতারা। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের পর একই দাবি করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও (Bratya Basu)। তবে এবার আর মুখে কথায় অভিযোগ নয়, একেবারে শ্বেতপত্র প্রকাশ করে তারা সবার সামনে আনতে চান তিনি। সেই তথ্য সংগ্রহ করার কাজও নাকি শুরু হয়েছে ইতিমধ্যেই। TV9 বাংলার মুখোমুখি হয়ে এমনটাই দাবি জানিয়েছেন ব্রাত্য বসু।
সম্প্রতি কুণাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, সিপিএম জমানায় এমন কোনও হোলটাইমার ছিলেন না, যাঁর বাড়িতে কেউ সরকারি চাকরি করতেন না। সেই বক্তব্যকে সমর্থন করে ব্রাত্য বসু বলেন, ‘সিপিএমের হোলটাইমার নেতাদের স্ত্রী, ছেলে, পুত্রবধূ কেউ না কেউ স্কুলে চাকরি পেয়েছিলেন।’
সেই নেতাদের নাম ও তাঁদের সেই চাকরি পাওয়া আত্মীয়দের তালিকা তৈরি করতে উদ্য়োগ নিয়েছেন বলেও দাবি শিক্ষামন্ত্রীর। তিনি জানিয়েছেন, ওই সব তথ্য খুঁজে বের করতে দলের কাউন্সিলরদের সঙ্গে কথা বলেছেন তিনি। রাজনীতির কাজ করার পাশাপাশি খোঁজ নিতে বলেছেন, তাঁদের নিজ নিজ এলাকায়। বাম জমানায় চেয়ারম্যান বা কাউন্সিলর পদে কারা ছিলেন, তাঁদের কোন কোন আত্মীয় সরকারি চাকরি পেয়েছিলেন, এসব তথ্যই এনে দিতে হবে দলকে। তারপর দলের তরফ থেকে একটা শ্বেতপত্র প্রকাশ করা হবে। তবে কীভাবে করা হবে না হবে, তা এখনই গণমাধ্যমে বলতে চান না তিনি।