Mamata Banerjee Speech Today: ভোটের আগে পুলিশকে প্রো-অ্যাকটিভ থাকতে বললেন মমতা

Breaking News in Bengali Live Updates: মমতার কোচবিহার সফর, সেই কোচবিহারেই প্রথমসারির নেতাদের মধ্যে দানা বেঁধেছে গোষ্ঠীদ্বন্দ্ব। এদিকে কলকাতায় আবার ফুল-বদলের সম্ভবনা। শুভেন্দুর হাত থেকে বিজেপির পতাকা তুলে নিতে পারেন দুই জনপ্রিয় তৃণমূল ছাত্রনেতা। সব মিলিয়ে ভোটের আগেই চড়ছে রাজনীতি। নজরে আজ সারাদিন।

Mamata Banerjee Speech Today: ভোটের আগে পুলিশকে প্রো-অ্যাকটিভ থাকতে বললেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Tv9 Bangla

|

Dec 09, 2025 | 5:38 AM

কলকাতা: বাড়ছে বাংলার ভোটের তাপ। দ্বৈরথ নামিয়েছে শাসক-বিরোধী। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, তবে এক নাগাড়ে চলছে মৌখিক তরজা। এই আবহে কোচবিহারে যাচ্ছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব কর্মসূচি সেরে কলকাতায় ফিরবেন আগামিকাল।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 08 Dec 2025 07:12 PM (IST)

    পুলিশকে প্রো-অ্যাকটিভ থাকতে বললেন মমতা

    • পুলিশকে আরও বেশি করে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন মমতা।
    • তিনি বলেছেন, “মারপিট করতে বলছি না, তবে প্রো-অ্যাকটিভ থাকতে হবে।”
    • ভিন রাজ্য থেকে বাংলায় এসে যাতে গ্রেফতার করে নিয়ে যেতে না পারে পুলিশকে সেই বিষয়টিও দেখতে বলেছেন তিনি।
  • 08 Dec 2025 07:10 PM (IST)

    ৩৯ শতাংশ ভোট ৫১ শতাংশে নিয়ে যেতে হবে: শুভেন্দু

    • বিধানসভা নির্বাচনের আগে অনেকেই বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে দাবি শুভেন্দুর।
    • তিনি বলেন, “আমাদের লক্ষ যে ৩৯ শতাংশ ভোট পেয়েছি সেটাকে ৫১ শতাংশে নিয়ে যাওয়া।”
    • এদিন বিজেপিতে যোগ দেন সহকারী অধ্যাপক অজয় কুমার দাস। আইএস‌এফের প্রার্থী ছিলেন তিনি। যোগ দিয়েছেন আর এক অধ্যাপক সঞ্জীব হাঁসদা। আদিবাসী সমাজকে নিয়ে কাজ করেন তিনি। যোগ দিয়েছেন বঙ্কিম বিশ্বাস। পুলিশ অফিসার পদে ছিলেন তিনি, বিজেপিতে যোগ দেওয়ার আগে থেকে পদত্যাগ করেছেন।
  • 08 Dec 2025 04:20 PM (IST)

    বাংলায় ডিটেনশন নয়

    • কোচবিহারে গিয়ে নমঃশূদ্রদের আশ্বস্ত করলেন মমতা।
    • বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে, সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
    • তিনি বললেন, ‘পুলিশকে বলা থাকল, অন্য রাজ্যের লোক এসে যাতে আমার রাজ্যের লোককে গ্রেফতার করে নিয়ে যেতে না পারে।’
    • বিস্তারিত: ‘আগে ২ বছরে SIR হয়েছিল, এখন এত তাড়াতাড়ি কেন?’
  • 08 Dec 2025 02:08 PM (IST)

    ফুলবদল কি আদৌ হবে?

    • শেষ মুহূর্তে প্রান্তিক রাজন‍্যার সঙ্গে যোগাযোগের চেষ্টা তৃণমূলের।
    • সূত্রের খবর, TMCP নেতৃত্বের তরফে যোগাযোগ করা হয়েছে প্রান্তিক রাজন‍্যার সঙ্গে।
    • এদিকে বিজেপিতে কে বা কারা প্রান্তিক-রাজন‍্যাকে যোগদান করাবেন তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
  • 08 Dec 2025 02:06 PM (IST)

    গান্ধীর লেখা তুলে মোদীর সওয়াল

    • গান্ধীর লেখা তুলে ‘বন্দে মাতরমে্র’ জাতীয় সঙ্গীত হওয়ার ক্ষমতার কথা উল্লেখ করলেন মোদী।
    • এই গানের সঙ্গে অবিচার ও বিশ্বাসঘাতকতা হয়েছে বলেই দাবি তাঁর।
    • এদিন প্রধানমন্ত্রী বলেন,
    • এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘গান্ধীজি লিখেছিলেন, এই গান এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে মনে হচ্ছে, এটা আমাদের জাতীয় সঙ্গীত।
    • কিন্তু কংগ্রেস সেই গানকে গুরুত্ব দেয়নি বলেই অভিযোগ তাঁর। মোদীর দাবি, যে গানকে গান্ধীজি জাতীয় সঙ্গীত হিসাবে দেখলেন, সেটির সঙ্গে কংগ্রেস কেন এমন ‘অন্যায় করল’? কেন ‘বিশ্বাসঘাতকতা’ করা হল?

    বিস্তারিত পড়ুন: ‘জাতীয় সঙ্গীত হতে পারত বন্দে মাতরম্’ গান্ধীর লেখা তুলে মোদীর ইঙ্গিতবহ বার্তা

  • 08 Dec 2025 01:23 PM (IST)

    মোদীর ‘বঙ্কিমদা’ সম্বোধনে আপত্তি সৌগতর, দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী

    লোকসভায় ভাষণ শুরু থেকে মধ্যবর্তী পর্ব পর্যন্ত বারংবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্য়ায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী।

    যা শুনে চটলেন তৃণমূল সাংসদ সৌগত। তুললেন আপত্তি। বললেন, ‘অন্তত বঙ্কিমবাবু বলুন’

    মোদী বললেন, ‘আপনার ভাবনায় আঘাত করতে চাই না। ভুল সংশোধন করছি।’

  • 08 Dec 2025 01:21 PM (IST)

    গীতাপাঠে কেন গেলেন না? উত্তর দিলেন মমতা

    • রবিবার ব্রিগেডে পাঁচ লক্ষ গীতাপাঠের আয়োজন করা হয়েছিল।
    • প্রশ্ন ওঠে, আমন্ত্রণ জানানো সত্ত্বেও কেন গেলেন না মমতা?
    • মুখ্যমন্ত্রী বলেন, “আমি কী করে যাব বিজেপির প্রোগ্রামে। এটা যদি নিরপেক্ষ কোনও অনুষ্ঠান হত, তাহলে আমি নিশ্চয় যেতাম। বিজেপির অনুষ্ঠানে যাই কীভাবে!
    • তিনি আরও বলেন, “যারা নেতাজিকে ঘৃণা করে, যারা গান্ধীজিকে মানে না। আমি তাদের সঙ্গে নেই। আমার বাবা-মা আমাকে এই শিক্ষা দেয়নি।”
  • 08 Dec 2025 01:18 PM (IST)

    হঠাৎই SP-র সঙ্গে চুপিচুপি বৈঠকে কেষ্ট

    বীরভূমে এসপি (SP)-র গোপন বৈঠক। সার্কিট হাউসে ছিল এই বৈঠক। রবিবার ছুটির দিনে হঠাৎই এই গোপন বৈঠকে জল্পনা ছড়িয়েছে নানুরে। কিন্তু কীসের জন্য এই বৈঠক হল? সেই বৈঠক নিয়ে কেন হঠাৎ করে এত গোপনীয়তা বজায় রাখা হল তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। কারণ, সামনেই বিধানসভা ভোট। তার আগে এমন একান্ত বৈঠক স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে।

    বিস্তারিত পড়ুন: রবিবার হঠাৎই SP-র সঙ্গে চুপিচুপি বৈঠকে কেষ্ট, ভোটের আগে কী হচ্ছে বীরভূমে?

  • 08 Dec 2025 12:50 PM (IST)

    লোকসভায় বন্দে মাতরম নিয়ে সরব মোদী

    • লোকসভায় বন্দেমাতরম নিয়ে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    • গোটা ভাষণজুড়ে জায়গা পেল বাংলা ও বাঙালির কথা। উঠে এল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বোস-সহ প্রমুখের কথা।
    • তিনি বললেন,  ‘বাংলায় ছিল ইংরেজদের হাতিয়ার। ওখানেই ওরা প্রথম বিভাজনের রাজনীতি শুরু করেছিল। কারণ বাংলা ছিল গোটা ভারতের শক্তির কেন্দ্রবিন্দু। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ হয়েছিল। সেই সময়ও ঐক্যের শক্তি জুগিয়েছিল বন্দে মাতরম।’
  • 08 Dec 2025 12:46 PM (IST)

    বন্দে মাতরম নিয়ে সরব মমতা

    • কোচবিহারের উদ্দেশে রওনা দেওয়ার পথে বন্দে মাতরম নিয়ে সরব মমতা।
    • সবেতেই ‘আপত্তি বিজেপির’, অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী।
    • এদিন তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর বন্দে মাতরম কিছু অংশ চিহ্নিত করে গিয়েছিলেন। কিন্তু ওঁদের তো সবেতেই আপত্তি। জয় হিন্দে আপত্তি, বন্দে মাতরমে আপত্তি।’

     

  • 08 Dec 2025 11:42 AM (IST)

    জেলা নেতাদের ডাক পড়তে পারে সার্কিট হাউসে

    • গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে জেরবার কোচবিহার।
    • অমর রায়ের খুনের মামলা ঘিরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে তোপ দেগেছেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
    • তাঁর ‘রাজনৈতিক কেরিয়ার শেষ করে দেওয়া হচ্ছে’ বলেই অভিযোগ।
    • মমতার সফরের আগে কোচবিহারে লেগেছে কোন্দল। তাও আবার প্রথমসারির নেতাদের মধ্যে।
    • সূত্রের খবর, রাতে জেলার কিছু নেতাদের সার্কিট হাউসে ডাকতে পারেন মমতা। গোষ্ঠী কোন্দলের জেরে রীতিমত বিরক্ত তিনি।
  • 08 Dec 2025 10:44 AM (IST)

    বিজেপিতে যোগ দিচ্ছেন প্রান্তিক-রাজন্যা?

    • ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট রাজন্যার। বিজেপিতে কি আজই যোগ দিচ্ছেন?
    • রাজনীতিতে সবই সম্ভব, জানালেন যুগল।
    • এদিন রাজন্যা বলেন, ‘রাজনীতিতে সবই সম্ভবনাময়। সময় উত্তর দেবে।’
    • অন্যদিকে প্রান্তিক বললেন, ‘দলবদল কথায় আমি বিশ্বাস করি না। বরং আমি বিশ্বাস করি, ভাবনার পরিবর্তনে। আমি শুধুমাত্র সময়ের চাহিদাটা বুঝি। রাজনীতি সব সময়ই সম্ভবনাময়। সময় উত্তর দেবে।’

  • 08 Dec 2025 09:08 AM (IST)

    কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী

    • আজ কোচবিহারের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।
    • কর্মসূচি শেষে কলকাতায় ফিরবেন মঙ্গলবার।
    • এই সফরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি একটি রাজনৈতিক সভা করার কথা রয়েছে তাঁর।
    • বিকালে রয়েছে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক।
    • আগামিকাল মদনমোহন মন্দিরে পুজো দেবেন তিনি।
  • 08 Dec 2025 09:07 AM (IST)

    বাংলায় দলবদলের ‘ঝোড়ো হাওয়া’

    • তৃণমূলের হাত ছাড়তে চলেছে দুই জনপ্রিয় ছাত্রনেতা, যা ঘিরে জল্পনা শাসকশিবিরের অন্দরে জল্পনা তুঙ্গে।
    • সূত্রের খবর, আজ অর্থাৎ সোমবার বিজেপিতে যোগ দেবেন সেই দুই পরিচিত মুখ।
    • তাঁদের সঙ্গী হতে পারেন আরও অনেক অনুগামীরাও।
    • রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতেই হবে ‘ফুলবদল’।