AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chaos in Yuva Bharati Live: মেসিকে দেখতে না-পেয়ে যুবভারতীতে ভাঙচুর, গ্রেফতার ৫

| Edited By: | Updated on: Dec 15, 2025 | 2:05 PM
Share

Breaking News in Bengali Live Updates: সোমবার সকালে বাগুইআটির জ্যাংড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে। শনিবার বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার লিয়োনেল মেসির কলকাতায় আগমন, তার পর তৈরি হওয়া চাঞ্চল্যকর পরিস্থিতি এবং ক্রীড়াঙ্গনের ভাঙচুরের ঘটনা ঘিরে এই দুইকে গ্রেফতার করেছে পুলিশ।

Chaos in Yuva Bharati Live: মেসিকে দেখতে না-পেয়ে যুবভারতীতে ভাঙচুর, গ্রেফতার ৫
কলকাতায় মেসিImage Credit: PTI

LIVE NEWS & UPDATES

  • 15 Dec 2025 02:05 PM (IST)

    মাথা হেঁট হল বাংলার

    ক্রীড়াঙ্গনে ভাঙচুর। মেসির আগমন ঘিরে কলকাতায় চাঞ্চল্য। তারকা ফুটবলারকে না-দেখতে পেয়ে ক্ষোভ। কিন্তু আর্জেন্টিনার প্রথম সারির সংবাদমাধ্যম ‘ক্লারিন’ ও ‘লা নাসিয়ন’-এ যুবভারতী ক্রীড়াঙ্গনের ঘটনার কথা প্রকাশিত হল ‘দাঙ্গা’ বলে।

  • 15 Dec 2025 02:03 PM (IST)

    বাংলায় আবার আসবেন মেসি, শুধু একটা শর্ত…

    রবিবার উত্তর ২৪ পরগনার লেলিনগড়ে সভা ছিল বিরোধী দলনেতার। সেখান থেকে শুভেন্দু অধিকারী বলেন, “আনুন বিজেপিকে। হায়দরাববাদ যদি পারে, দেবেন্দ্র ফড়ণবিশ যদি পারেন, রেখা গুপ্তার দিল্লি যদি পারে, তা হলে আগামী দিনে বিজেপি এলে আমরা মেসিকে নিয়ে আসব। কী করে খেলা করতে হয় হায়দরাবাদ, মুম্বই, দিল্লির মতো আমরাই দেখাব। যদি, চন্দ্রবাবু নাইডু পারেন, রেখা গুপ্তা আর দেবেন্দ্র ফড়ণবিশ যদি পারেন আগামী দিনে বিজেপির মুখ্য়মন্ত্রীও পারবেন। ভরসা রাখুন।”

  • 15 Dec 2025 01:50 PM (IST)

    FIR দায়ের রাজের

    • মেসির সঙ্গে ছবি, স্ত্রীকে নিয়ে ট্রোল। রবিবারই সামাজিক মাধ্যমে পোস্ট করে তাঁর প্রতিবাদ জানিয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী।
    • সোমবার তিনি টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছেন।
    • অভিযোগ, শুভশ্রীকে উদ্দেশ করে কুরুচিকর মন্তব্য করা হয়েছে। তাই তিনি আইনের পথেই হাঁটলেন।
    • এবার তা নিয়ে মুখ খুললেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁর পাল্টা অভিযোগ, শুভশ্রী গঙ্গোপাধ্যায়েই আসলে ব্যবসা করেছেন। গ্রেফতার করতে হবে তাঁকেই।
  • 15 Dec 2025 12:41 PM (IST)

    যুবভারতী-কাণ্ডে গ্রেফতার আরও তিন

    • এ যেন অভিযানে নেমেছে পুুলিশ।
    • সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুরের ঘটনায় একদিনে মোট পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ।
    • এবার বাসুদেব দাস, সঞ্জয় দাস এবং অভিজিৎ দাস নামে আরও তিন অভিযুক্তকে গ্রেফতার করল দক্ষিণ বিধাননগর থানার পুলিশ।
  • 15 Dec 2025 11:41 AM (IST)

    যুবভারতী-কাণ্ড গড়াল আদালতে

    • সল্টলেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।
    • আইনজীবী বিল্লদল ভট্টাচাৰ্য মামলার জন্য আবেদন করেন।
    • ভারপ্রাপ্ত প্রধানবিচারপতি সুজয় পাল মামলা দায়ের করার অনুমতি দিলেন।
    • আগামিকাল মামলার শুনানির সম্ভবনা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।

কলকাতা: যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুরের ঘটনায় দু’জনকে গ্রেফতার করল দক্ষিণ বিধাননগর থানার পুলিশ। সোমবার সকালে বাগুইআটির জ্যাংড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে। শনিবার বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার লিয়োনেল মেসির কলকাতায় আগমন, তার পর তৈরি হয় চাঞ্চল্যকর পরিস্থিতি। বিশ্বকাপজয়ী ফুটবলার দেখতে না-পেয়ে ক্রীড়াঙ্গনে ভাঙচুর চালায় একাংশের ক্ষিপ্ত দর্শকরা। যে ছবি দেখেছে গোটা বিশ্ব। এদিন বিভিন্ন সংবাদমাধ্য়মের সেই সকল ফুটেজকে ব্যবহার করে ভাঙচুরের ঘটনায় এই দুইকে গ্রেফতার করেছে পুলিশ।

দুই অভিযুক্তের নাম শুভ্র প্রতিম দে এবং গৌরব বসু। সোমেই তাঁদের বিধাননগর আদালতে পেশ করে হেফাজতের আবেদন জানাবে পুলিশ। পাশাপাশি, এই একই দিনে লিয়োনেল মেসিকে ভারতে নিয়ে আসা আয়োজক সংস্থার তিন উচ্চপদস্থ কর্তাকেও তলব করেছে দক্ষিণ বিধাননগর থানা। সূত্রের খবর, দুপুর তিনটেয় থানায় ডেকে পাঠানো হয়েছে তাঁদের। পূর্বপরিকল্পিত অনুষ্ঠানে চরম অব্যবস্থা কেন, কত টাকার টিকিট বাজারে ছাড়া হয়েছিল, কত টাকার বিক্রি হয়েছিল, এই সব তথ্যই জানতে চান তদন্তকারীরা।

Published On - Dec 15,2025 11:39 AM