বিশ্বে প্রথমবার, স্তন ক্যান্সারে নয়া দিশা দেখাচ্ছে SSKM, ছোট্ট ডিভাইসেই সব সমাধান

Sourav Dutta | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 08, 2024 | 1:58 PM

SSKM: বাংলার প্রত্যন্ত এলাকা ঘুরে এখনও পর্যন্ত ৫৯ লক্ষ মহিলার স্ক্রিনিং করা হয়েছে। স্তন ক্যান্সার রোধে শুরুতেই রোগ নির্ণয় হওয়া জরুরি। তবেই সহজে চিকিৎসা শুরু করা যায়।

বিশ্বে প্রথমবার, স্তন ক্যান্সারে নয়া দিশা দেখাচ্ছে SSKM, ছোট্ট ডিভাইসেই সব সমাধান
এসএসকেএম হাসপাতাল।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: এস‌এসকেএম-এর মাথায় নতুন পালক। স্তন ক্যান্সার নির্ণয়ে বিশ্বের প্রথম ক্লিনিক্যাল ট্রায়াল এস‌এসকেএম-এ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে যে গবেষণা চালানো হচ্ছে বাংলার পিজি হাসপাতালের তরফে। মহিলাদের পাড়ায় পাড়ায় গিয়ে স্তন ক্যান্সারের পরীক্ষা করা হচ্ছে। সন্দেহ হলে সঙ্গে সঙ্গে পরীক্ষা করা হচ্ছে।

রাজ্যের ক্যান্সার মানচিত্রে ১৩ শতাংশই স্তন ক্যান্সার। অর্থাৎ যতজন ক্যান্সারে আক্রান্ত হন, তাঁদের মধ্যে ১৩ শতাংশেরই স্তন ক্যান্সার দেখা যায়। আল্ট্রাসাউন্ড যন্ত্রের সাহায্যে সেই ক্যান্সার নির্ণয় করা যাচ্ছে সহজেই। দুয়ারে স্তন ক্যান্সার নির্ণয়ই গবেষণার মূল লক্ষ্য। প্রথম ফেজের ট্রায়াল চলছে।

বাংলার প্রত্যন্ত এলাকা ঘুরে এখনও পর্যন্ত ৫৯ লক্ষ মহিলার স্ক্রিনিং করা হয়েছে। স্তন ক্যান্সার রোধে শুরুতেই রোগ নির্ণয় হওয়া জরুরি। তবেই সহজে চিকিৎসা শুরু করা যায়। ছোট্ট ডিভাইসের ক্যান্সার চিকিৎসার নতুন দিগন্ত খুলে যেতে পারে।

দুই বাঙালি চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার, পার্থ বসুর উদ্যোগে বাংলার স্বাস্থ্যক্ষেত্রে নজিরবিহীন অগ্রগতি হয়েছে। চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার জানিয়েছেন, ক্যাম্পগুলিতে গিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে, স্তনে কোনও লাম্প আছে কি না। যদি লাম্প পাওয়া যায়, তাহলে ওই ছোট্ট ডিভাইসের মাধ্যমে ক্যান্সার কি না তা নির্ণয় করা হয়। ধরা পড়লে হাবে বা স্পোকে রেফার করা হবে।

Next Article