West Bengal Assembly Election 2021: ব্রিগেড নিয়ে বুদ্ধের বার্তা

sreejayee das

| Edited By: সৌরভ পাল

Updated on: Mar 01, 2021 | 12:08 PM

রবিবারের ব্রিগেডে সশরীরে আসতে পারছেন না বুদ্ধদেব ভট্টাচার্য। তবে আগের দিনই দলীয় কর্ম-সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। বুদ্ধবাবুর ‘মানসিক যন্ত্রণা’র কথা ফুটে উঠেছে সেই বার্তায়

মনে অদম্য ইচ্ছে থাকলেও শরীর সঙ্গ দিচ্ছে না। সশরীরে যে তিনি রবিবারের ব্রিগেডে আসতে পারবেন না, সেটা একপ্রকার ধরেই রেখেছিলেন বাম শীর্ষ নেতৃত্ব। সেই মতোই প্রস্তুতি নেওয়া হচ্ছিল তাঁর অডিয়ো বার্তার। তবে আগামিকাল দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হল না। ভোট মরসুমে (West Bengal Assembly Election 2021) প্রথম রবিবাসরীয় ব্রিগেডের (Brigade Rally) আগেই বাম কর্মী-সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। যেখানে ছত্রে ছত্রে প্রকাশ পেয়েছে সমাবেশে উপস্থিত না থাকতে পারার কারণে তাঁর ‘মানসিক যন্ত্রণার’ কথা।

 

 

Published on: Feb 28, 2021 11:47 AM