বুদ্ধ ‘ক্যাপিটালিস্ট’ কমরেড? কেন নিজেই স্বীকার করেছিলেন এ কথা!

প্রীতম দে | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 09, 2024 | 5:29 PM

Buddhadeb Bhattacharya: কিরণময় নন্দের থেকে এক মাসের বড় ছিলেন বুদ্ধবাবু। তাই তাঁকে বারবার 'দাদা' বলতে বলতেন। প্রাক্তন সাংসদ বলেন, "বুদ্ধবাবুর সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক ছিল। তাঁরা অনাড়ম্বর জীবনযাত্রা মনে রাখার মতো। তিনি বলেছিলেন, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ।'

বুদ্ধ ক্যাপিটালিস্ট কমরেড? কেন নিজেই স্বীকার করেছিলেন এ কথা!
বুদ্ধদেব ভট্টাচার্য

Follow Us

কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শিল্পমনস্কতার কথা অনেকেরই জানা। তাঁর প্রয়ানের পর সেই স্মৃতি বারবার ফিরে আসছে সমসাময়িক রাজনীতিকদের মনে। বুদ্ধবাবুর স্মৃতিচারণ করতে গিয়ে তাঁর সঙ্গে সুসম্পর্কের কথা উল্লেখ করেছেন সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ। তিনি বলেছেন, কীভাবে কৃষিকে ভিত্তি করে বাংলাকে শিল্পের পথে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য।

কিরণময় নন্দের থেকে এক মাসের বড় ছিলেন বুদ্ধবাবু। তাই তাঁকে বারবার ‘দাদা’ বলতে বলতেন। প্রাক্তন সাংসদ বলেন, “বুদ্ধবাবুর সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক ছিল। তাঁরা অনাড়ম্বর জীবনযাত্রা মনে রাখার মতো। তিনি বলেছিলেন, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। শিল্প এনেই কর্মসংস্থানের রাস্তা তৈরি করতে চেয়েছিলেন তিনি। তাঁর সেই উদ্যোগ অনুকরণীয়।”

স্মৃতি হাতড়ে কিরণময় নন্দ বলেন, “বুদ্ধবাবু একসময় আমাকে বলেছিলেন, কিরণ দেখ, আমাকে ক্যাপিটালিস্ট বলতেই পার। কিন্তু আমি মনে করি এটাই পশ্চিমবঙ্গের উন্নয়নের রাস্তা। কৃষিতে সাফল্য নিয়ে এসেছি আমরা। এবার শিল্প এগিয়ে নিয়ে যেতে হবে।”

উল্লেখ্য, উল্লেখ্য, সিঙ্গুরে টাটার গাড়ি কারখানা, নয়াচরে কেমিক্যাল হাব-সহ একাধিক কারখানা গড়ার উদ্যোগ নিয়েছিলেন বুদ্ধবাবু। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি তাঁর। বিরোধীদের বাধার মুখে পড়তে হয়েছিল তাঁকে।

Next Article