কলকাতা: ভর দুপুরে ভয়াবহ দুর্ঘটনা (Accident) ঘটল শহরে। স্কুটিতে ধাক্কা মারল দ্রুতগতির বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে স্কুটির চালক ও তাঁর স্ত্রীর। রবিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার ওয়েস্ট পোর্ট থানার অন্তর্গত গার্ডেনরিচ (Garden reach) এলাকায়। মর্মান্তিক এই দুর্ঘটনার পরই অবশ্য ঘাতক বাসের চালককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘাতক বাসটি মেটিয়াবুরুজ ও শ্যামবাজার রুটের ছিল। এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ গার্ডেনরিচের ওয়েস্ট পোর্ট থানা এলাকায় উল্টো দিক থেকে আসা একটি স্কুটিতে সজোরে ধাক্কা মারে বাসটি। ওই স্কুটিতে এক দম্পতি ছিলেন। বাসের ধাক্কায় স্কুটি থেকে ছিটকে পড়েন তাঁরা। তারপর পুলিশ তাঁদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। তাঁদের পরিচয় এখনও জানা যায়নি।
এদিকে, এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। বেশ কিছুক্ষণ ওই এলাকায় যান চলাচলও বন্ধ হয়ে যায়। তারপর পুলিশ দুর্ঘটনাগ্রস্ত স্কুটি সরিয়ে, বাসটি বাজেয়াপ্ত করে নিয়ে গেলে ধীরে-ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। ঘাতক বাসের চালককেও গ্রেফতার করেছে ওয়েস্ট পোর্ট থানার পুলিশ।
প্রসঙ্গত, শহরে বেপরোয়া গতির বলি হওয়ার ঘটনা নেহাত কম নয়। দুটি বাসের রেষারেষি, বাসের সঙ্গে মোটরবাইক বা স্কুটির রেষারেষির জেরে দুর্ঘটনায় প্রাণ হারানোর ঘটনার কথা প্রায়ই শোনা যায়। আবার সিগন্যাল না মেনে অথবা হেলমেট ছাড়া মোটরবাইক চালানোর জেরেও অনেক দুর্ঘটনা ঘটে। যদিও এই সমস্ত দুর্ঘটনা রুখতে গতি নিয়ন্ত্রণ ও হেলমেট পরে বাইক চালানোর উপর বিশেষ জোর দিয়েছে প্রশাসন। নিয়ম ভঙ্গকারীদের মোটা অঙ্কের জরিমানাও ধার্য করে পুলিশ। কিন্তু, এত কিছুর পরও যে দ্রুত গতিতে গাড়ি চালানোর ‘নেশা’ কমেনি, তা এই ঘটনাতেই স্পষ্ট।