Calcutta High Court: ‘অনেকক্ষণ ধরে বলছেন… সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে’, কল্যাণের উপর চরম বিরক্ত, মামলাই ছেড়ে দিলেন বিচারপতি
Calcutta High Court: অভিজিৎ খুনে কিছুদিন আগেই গ্রেফতার হন পুলিশ অফিসার রত্না চক্রবর্তী। আজই (শুক্রবারই) তাঁর অন্তর্বতী জামিন চান কল্যাণ। আদালত অস্বীকার করে।

কলকাতা: কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর চরম বিরক্ত বিচারপতি। এজলাসেই জানালেন মামলা ছাড়ার কথা। বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে ধৃত পুলিশ অফিসার রত্না চক্রবর্তীর জামিন মামলা ছাড়লেন বিচারপতি শুভ্রা ঘোষ। শুক্রবার আদালতে বিচারপতি ও আদালত সম্পর্কে রাজ্যের আইনজীবী কল্যাণ যে মন্তব্য করেছেন, তাতেই ক্ষুব্ধ বিচারপতি শুভ্রা ঘোষ।
বিচারপতি ঘোষ এদিন বলেন, “অনেকক্ষণ ধরে আদালত সম্পর্কে নানা মন্তব্য করছেন। সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আপনার লেকচার আদালত শুনবে না। আমি এই মামলা ছেড়ে দিচ্ছি। অন্য কোনও বেঞ্চে যান।” অভিজিৎ খুনে কিছুদিন আগেই গ্রেফতার হন পুলিশ অফিসার রত্না চক্রবর্তী। আজই (শুক্রবারই) তাঁর অন্তর্বতী জামিন চান কল্যাণ। আদালত অস্বীকার করে।
আদালত জামিন দিতে না চাওয়ায় কল্যাণ অন্য এক বিচারপতির (জামিনের মামলা শোনেন, এমন বিচারপতি) নাম করে মন্তব্য করেন, “এরকম আচরণ উনিও করেন । আমাদের বিচারপতিদের কৃপার দিকে তাকিয়ে থাকতে হয়। এটাই দুর্ভাগ্য।” এরপরই চরম বিরক্ত হন বিচারপতি। কল্যাণকে কার্যত পাল্টা ধমক দিয়ে মামলা ছাড়ার কথা জানিয়ে দেন বিচারপতি শুভ্রা ঘোষ। বিচারপতি বলেন, “কোর্ট এমন আচরণ বরদাস্ত করবে না।”
এদিন শুরুতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিবিআই-এর বিরুদ্ধে তোপ দাগেন। প্রশ্ন তোলেন চার বছর পর হঠাৎ কেন গ্রেফতার? বিচারপতি জানান, আগামী সপ্তাহে সোমবার থেকে ১৫ দিন তিনি সার্কিট বেঞ্চে থাকবেন, তাই পরের অংশ ১৫ দিন পরে শুনবেন। একইসঙ্গে দ্রুত শুনানি চাইলে তিনি বলেন, অন্য এজলাসে শুনানির সুযোগ রয়েছে। বিচারপতি বলেন, “এই মামলা আজই শেষ করে রায় দেওয়া সম্ভব নয়। কারণ এর মধ্যে অনেক আইনি দিক আছে।” তারপরও কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন্তর্বতী জামিনের জন্য বারবার আবেদন করেন।
