Calcutta High Court: ‘নির্দেশ অমান্য করে খোলা হয়েছে পোর্টাল’, আবারও কলেজে ভর্তিতে অনিশ্চয়তা? আদালতে মামলা দায়ের
Calcutta High Court: গত ৭ মে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। কলেজে ভর্তি প্রক্রিয়া এখনও কেন শুরু হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠছিল। শেষমেশ ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের ১ মাস ১১ দিনের মাথায় কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়।

কলকাতা: আদালতের নির্দেশ অমান্য করে খোলা হয়েছে ভর্তির পোর্টাল। এবার এই অভিযোগ এনে বিচারপতি কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন এক আইনজীবী। দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে। মঙ্গলবার ফের দৃষ্টি আকর্ষণের নির্দেশ দিয়েছেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। মামলাকারীর বক্তব্য, ওবিসি সংক্রান্ত মামলায় আদালতের নির্দেশ না মেনেই ভর্তির পোর্টাল খোলা হয়েছে। OBC – A, OBC – B শ্রেণিবিন্যাস রেখেই চলছে পোর্টাল।
গত ৭ মে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। কলেজে ভর্তি প্রক্রিয়া এখনও কেন শুরু হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠছিল। শেষমেশ ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের ১ মাস ১১ দিনের মাথায় কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়। গত ১৮ জুন থেকে অনলাইনে আবেদনের জন্য সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল খুলে দেওয়া হয়েছে।
প্রথম দফায় অনলাইনে আবেদন করা যাবে ১ জুলাই পর্যন্ত। পড়ুয়া পছন্দের সর্বোচ্চ ২৫টি কলেজে ভর্তির আবেদন করতে পারবেন। এই বছর ১৭টি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ৪৬০ কলেজে ভর্তি প্রক্রিয়া চলবে। তবে সেন্ট্রালাইজড এই ভর্তি ব্যবস্থার বাইরে থাকছে প্রেসিডেন্সি, যাদবপুর এবং স্বায়ত্তশাসিত কলেজগুলি। সংখ্যালঘু কলেজ, আইন কলেজও এই ভর্তি প্রক্রিয়ার বাইরে থাকছে।
এদিকে, চলতি সপ্তাহে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ওবিসি সংরক্ষণ বিষয়ক নতুন বিজ্ঞপ্তির উপরেও স্থগিতাদেশ দেয়। তাতে ভর্তি প্রক্রিয়ায় আবারও জটিলতা তৈরি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

