কলকাতা: শনির সকাল থেকে চূড়ান্ত দুর্ভোগ শিয়ালদহ মেইন শাখায়। বাতিল একগুচ্ছ লোকাল। ভোগান্তি নিত্যযাত্রীদের। সূত্রের খবর, শিয়ালদা (Sealdah Station) মেইন লাইনে দমদম স্টেশনের কাজ চলছে। সে কারণেই ৮ ঘণ্টা পাওয়ার ব্লক রাখা হয়েছে। ঠিক সেই কারণেই শনিবার দিনভর শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকছে বলে জানা গিয়েছে।
রেল সূত্রে খবর, দুই ডিভিশন মিলিয়ে ৬৫টি লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। তালিকায় শুধুমাত্র শিয়ালদহ স্টেশনে বাতিল ৪৩ লোকাল। সেখানে হাওড়া শাখায় বাতিল ২২ লোকাল। এদিকে শনিবার অনেক অফিসেই অর্ধদিবস থাকায় দুপুরের মধ্যে বাড়ি ফেরার তাড়া দেখা যায় নিত্যযাত্রীদের মধ্যে। কিন্তু, স্টেশনে এসে অনেকে দেখেন বাতিল রয়েছে পরপর একাধিক লোকাল। তাতেই কপালে চিন্তার ভাঁজ নিত্যযাত্রীদের।
ট্রেন বাতিলের জেরে শিয়ালদহ মেইন লাইনের একাধিক স্টেশনে ভিড় ক্রমশ বাড়ছে। অনেকেই বাধ্য হয়ে ট্রেনের বদলে সড়কপথেই গন্তব্যে যাওয়ার তোড়জোড় করছেন। অনেকে পরের ট্রেনের জন্য অপেক্ষা করছেন প্ল্যাটফর্মে দাঁড়িয়েই। প্রসঙ্গত, সিগন্যালিং ব্যবস্থার রক্ষণাবেক্ষণ, ওভারহেডের কাজের জন্য বিগত কয়েক মাসে দফায় দফায় ট্রেন বাতিল হয়েছে হাওড়া-শিয়ালদায়। শনি-রবিবার বাতিল থেকেছে সবথেকে বেশি সংখ্যক ট্রেন। এবার বড়দিনের আগে ফিরল সেই চেনা ছবিটাই।