কলকাতা: কয়লা পাচার কাণ্ডে (Coal Scam) এ বার দ্বিতীয় বড় পদক্ষেপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)-র। সূত্রের খবর, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আরও দুই আত্মীয়কে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস দিয়েছে সিবিআই। আগামী ১৫ মার্চেই অভিষেকের দুই আত্মীয়কে নিজাম প্যালেসে তলব করা হয়েছে।
সূত্রের খবর, এ বার যুব তৃণমূল সভাপতির শ্বশুর ও শ্যালিকার স্বামীকে নোটিস দিয়েছে সিবিআই। এর আগে অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকে নোটিস পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু, তাঁর জবাবে কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা সন্তুষ্ট হতে পারেননি বলেই খবর। এর পরই শ্যালিকার স্বামী ও অভিষেকের শ্বশুরকে নোটিস দেওয়া হয়।
কয়লা পাচারের টাকা মেনকা গম্ভীরের অ্যাকাউন্ট থেকে লন্ডনে গিয়েছিল বলে জানতে পেরেছে সিবিআই, এমনটাই খবর সূত্রের। এই টাকা বিনয় মিশ্রর অ্যাকাউন্টের থেকেই গিয়েছিল বলে মনে করছে সিবিআই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই বিষয়ে প্রশ্ন করা হলেও মেনকার বয়ানে অসঙ্গতি ছিল বলেই জানা যাচ্ছে সিবিআই সূত্রে। তার পরই গোটা মামলায় দ্বিতীয় বড় পদক্ষেপ করল সিবিআই।
আরও পড়ুন: পায়ে ব্যান্ডেজ বেঁধেই ব্যাক টু ব্যাক প্রচার, আগামী সপ্তাহ থেকেই জেলা সফরে মমতা
এর আগে কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। যদিও সেই জিজ্ঞাসাবাদেও কাঙ্খিত বহু প্রশ্নের জবাব তদন্তকারীরা পাননি বলেই দাবি সূত্রের। উত্তর না মেলা সেই একাধিক প্রশ্নের জবাব পেতেই এ বার অভিষেকের শ্বশুর ও মেনকার স্বামীর উদ্দেশ্যে নোটিস জারি করা হয়েছে।
আরও পড়ুন: দৈনিক ৭০০ টাকা মজুরি, বিদ্যুতে ভর্তুকি, কৃষকদের দেড়গুণ আয়, বামেদের ইস্তেহারে গুচ্ছ চমক