রুজিরার বয়ানে অসন্তুষ্ট সিবিআই, দ্বিতীর পর্বে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা
বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি করা হয়েছে. রুজিরা সিবিআইয়ের সব প্রশ্নেরই উত্তর দিয়েছে। জিজ্ঞাসাবাদ পর্ব মসৃণভাবেই মিটেছে বলে দাবি তাঁদের।
কয়লা পাচার কাণ্ডে (CBI on coal smuggling case) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা নারুলাকে (Rujira Narula) আবারও জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। সূত্রের খবর, প্রথম দিন জিজ্ঞাসাবাদ পর্বে রুজিরার উত্তরে সন্তুষ্ট নয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্তারা। সিবিআইয়ের করা বেশিরভাগ প্রশ্নের উত্তরই ‘জানি না’ বলে এড়িয়ে গিয়েছেন রুজিরা। সিঙ্গাপুরের অ্যাকাউন্ট তাঁর নামে নয় বলে সিবিআই-এর কাছে দাবি করেছেন রুজিরা।
উল্লেখ্য, মঙ্গলবার প্রায় দেড় ঘণ্টা রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই কর্তারা। বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি করা হয়েছে. রুজিরা সিবিআইয়ের সব প্রশ্নেরই উত্তর দিয়েছে। জিজ্ঞাসাবাদ পর্ব মসৃণভাবেই মিটেছে বলে দাবি তাঁদের।
Published on: Feb 24, 2021 10:36 AM