Bappaditya Dasgupta: বাপ্পাদিত্যর বাড়ি থেকে উদ্ধার অ্যাডমিট কার্ড, সুপারিশ পত্র-সহ নিয়োগ সংক্রান্ত নথি : সূত্র

CBI: একইসঙ্গে বাপ্পাদিত্যর বাড়ি থেকে অ্যাডমিট কার্ড, রেকমেনডেশন লেটারও পাওয়া গিয়েছে বলে সিবিআই সূত্রে খবর। রাজ্য সরকারের একাধিক পদে নিয়োগ সংক্রান্ত নথিও মিলেছে বলে সিবিআই সূত্রে খবর। সূত্রের খবর, বাপ্পাদিত্য একটা সময় পার্থ চট্টোপাধ্যায়ের খুবই ঘনিষ্ঠ ছিলেন।

Bappaditya Dasgupta: বাপ্পাদিত্যর বাড়ি থেকে উদ্ধার অ্যাডমিট কার্ড, সুপারিশ পত্র-সহ নিয়োগ সংক্রান্ত নথি : সূত্র
বাপ্পাদিত্য দাশগুপ্ত। Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Dec 01, 2023 | 2:42 PM

কলকাতা: গতকাল (৩০ নভেম্বর) সিবিআই তল্লাশি চলেছে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত কলকাতার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে। দীর্ঘ সময় সেখানে তদন্ত চালায় সিবিআই। সূত্রের খবর, সেখান থেকে মিলেছে ১০০ পাতার নথি। বৃহস্পতিবার সিবিআইয়ের যে অভিযান, তা মূলত প্রাথমিক নিয়োগ সংক্রান্ত ছিল। তবে সিবিআই সূত্রে খবর, এদিনের তল্লাশিতে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির নিয়োগ সংক্রান্ত নথিও উদ্ধার করেছে তদন্তকারীরা।

একইসঙ্গে বাপ্পাদিত্যর বাড়ি থেকে অ্যাডমিট কার্ড, রেকমেনডেশন লেটারও পাওয়া গিয়েছে বলে সিবিআই সূত্রে খবর। রাজ্য সরকারের একাধিক পদে নিয়োগ সংক্রান্ত নথিও মিলেছে বলে সিবিআই সূত্রে খবর।

সূত্রের খবর, বাপ্পাদিত্য একটা সময় পার্থ চট্টোপাধ্যায়ের খুবই ঘনিষ্ঠ ছিলেন। পার্থ জেলে যাওয়ার পর থেকেই তিনি তদন্তকারীদের স্ক্যানারে। পার্থ চট্টোপাধ্যায় সংক্রান্ত তাঁকে একাধিক প্রশ্ন করা হয় বলেও খবর।

প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বাপ্পাদিত্য দাশগুপ্তের বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপের বাড়িতে ছিলেন তদন্তকারীরা। সিবিআই সূত্রে খবর, বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়ি থেকে ব্যাঙ্কের স্টেটমেন্ট, বেশ কিছু বায়োডাটা, বাপ্পাদিত্য দাশগুপ্তের মোবাইল নিয়ে গিয়েছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা।