CBI summoned Abhishek Banerjee: নিজামের বাইরে থিক থিক করছে পুলিশ, অভিষেক পৌঁছনোর আগে হাজির একাধিক ডিসি, এসিপি
CBI summoned Abhishek Banerjee: রাতে বাঁকুড়া থেকে কলকাতায় ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নোটিস দেওয়া হয় তাঁকে।
কলকাতা : হাজিরা দেওয়ার কথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। তার আগেই কার্যত বদলে গেল নিজাম প্যালেসের চেহারা। নিজাম প্যালেসে সিবিআই দফতরেই শনিবার হাজিরা দেওয়ার কথা অভিষেকের। তার আগে দফতরের সামনে উপস্থিত হলেন কলকাতা পুলিশের একাধিক উচ্চপদস্থ অফিসার। উপস্থিত রয়েছেন অভিষেকের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরাও। বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। এদিন সকাল ১১ টার মধ্যে হাজির হতে বলা হয়েছে অভিষেককে। নির্দিষ্ট সময়েই তিনি হাজিরা দেবেন বলে সূত্রের খবর।
নিজাম প্যালেসে যত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী থাকে, শনিবার সেই সংখ্যাটা বাড়িয়ে দেওয়া হয়েছে অনেকটাই। পুলিশের কনস্টেবলের সংখ্যাও চোখে পড়ার মতো। নিজাম প্যালেসের গেট থেকে শুরু করে বিল্ডিং পর্যন্ত ঘিরে দেওয়া হয়েছে গার্ডরেল দিয়ে। নিরাপত্তা খতিয়ে দেখতে উপস্থিত হয়েছেন কলকাতা পুলিশের দু জন ডিসি পদমর্যাদার, ৪ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ৪ জন ইন্সপেক্টর। এছাড়াও রয়েছেন ১৬ জন সাব ইন্সপেক্টর, ৫০ জন কনস্টেবল ও হোমগার্ড।
উল্লেখ্য, ২০২১ সালে ফিরহাদ হাকিম, মদন মিত্ররা সিবিআই-এর হাতে গ্রেফতার হওয়ার সময় এই নিজাম প্যালেসের বাইরে দেখা গিয়েছিল বিক্ষোভের ছবি। নারদ কাণ্ডে ফিরহাদ, মদন ছাড়াও গ্রেফতার করা হয়েছিল সুব্রত মুখোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়কেও। সেদিন নিজামের বাইরে ছিল প্রচুর তৃণমূলকর্মীর ভিড়। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও মন্ত্রী মলয় ঘটকও পৌঁছে গিয়েছিলেন সেখানে। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সে ব্যাপারেও সতর্ক রয়েছে কলকাতা পুলিশ।